আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:০৪
এম, এ কাশেম \ চট্টগ্রামঃ সরকার ঘোষিত ‘লক্ ডাউন’ সারাদেশে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ১ সপ্তাহের কঠোর লক্ ‘ডাউন’ চলছে। ‘লক্ ডাউন’র সময়য়োক্ষণে প্রশাসন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কঠোরতায় ‘লক্ ডাউন’র ২য় দিন পার হয়েছে আজ। কর্মজীবি অনেকেই বেকার হয়ে পড়ায় তাদের পরিবারে এক প্রকার ভূখা-নাঙ্গার হাহাকার শুর“ হওয়ার পথে হলে ও সহায়তা দেয়ার মতো কাউকে-ই যে দেখতে পাওয়া গেছে এমন খবর পাওয়া যায়নি। এমন কি কেউ বলতে ও পারবেনা যে, সরকারি ভাবে হলে ও অন্তত: যে কোনো ভাবে কেউ তাদের সহায়তায় এগিয়ে এসেছেন। এক দিকে মানুষ বেকার হয়ে পড়ায় যখন তাদের পরিবার-পরিজন সবার মাঝে অভাব যন্ত্রণা দেখা দিয়েছে তখন বাধ্য হয়ে-ই ওই ভূখা-নাঙ্গা মানুষ গুলো কাজের উদ্দেশ্যে ‘মরণ ঘাতি’ ‘করোনা’র ভয় কে থোড়াই কেয়ার করে ঘর-বাড়ি থেকে বের হয়ে রাস্তায় গেলে-ই মাঠে থাকা প্রশাসনিক কর্তা-ব্যাক্তি ও আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর রোষানলে পড়তে হ”েছ। নিস্তার নেই কারো। হয় নানা: ভাবে অপমান-অপদস্ত হতে হ”েছ, না হয় গ্রেপ্তার বরণ হজম করতে বাধ্য হতে হ”েছ। অন্য দিকে অধিক পুজি ধারী বড় বড় মার্কেটের দোকান গুলোর কথা বাদ দিলে ও ছোট-খাটো দোকান গুলো বন্ধ করে রাখতে বাধ্য করায় তারা ও এক প্রকার অভাবগ্র¯’ হয়ে পড়েছে। যদি ও বা কেউ কোনো না কোনো ভাবে লুকিয়ে-চাপিয়ে দোকানের সামান্যতম: খোলো রেখে বাঁচার তাগিদে বিকিকিনি করতে গেলেই প্রশাসনের কর্তা-ব্যাক্তি সমন্বয়ে আইন শৃংখলা রক্ষাকরী বাহিনীর রোষানলে পড়ে জরিমানা গুনতে হ”েছ এবং সাথে অপমান-অপদস্ত তো এর পুরস্কার হিসেবে রয়েছে-ই। বিচার-বিবেক ও বুদ্ধিদীপ্ত অনেকেই মনে করছেন ‘লক্ ডাউন’র নামে এ ভাবে মানুষ কে কষ্ট দেয়া সমিচিন নয়। আবার অনেকেই বলছেন-‘লক্ ডাউন’র অজুহাতে সাধারণ মানুষ কে যে ভাবে কষ্ট ভোগ করতে বাধ্য করা হ”েছ ঠিক্ তেমনি ভাবে যারা তদের কে কষ্টের দিকে ধাবিত করছে ওই সব প্রশাসনিক কর্তা-ব্যাক্তি এবং আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীর সবাই’র বেতন বন্ধ করে দিলে তখন তারা অতি সহজেই বুজতে পারবেন গরিবের পেটে লাথি দেয়ার কি মজা। অবশ্য, দ্বিধাহীন চিত্তে বলা যায় যে, ‘করোনা’ ভাইরাস যে ভাবে প্রভাব বিস্তার করে আরো সামনের দিকে ধাবমান হ”েছ তার জন্য অবশ্য-ই জনসাধারন কে অধিক সচেতন হওয়ার ও কোনো বিকল্প নেই। এতে এক তরফা সরকার, প্রশাসন ও আইন শৃংলা রক্ষাকারী বাহিনীকে ও দোষারোপ করা ঠিক্ হবেনা। কারন, যে হারে ‘করোনা’ ভাইরাস মৃত্যুর মিছিলে পুরো দেশেটাকে গ্রাস করে নেয়ার চেষ্টা করছে তা থেকে দেশ এবং দেশের মানুষ কে রক্ষার নৈতিক দায়িত্ব ও সরকার, প্রশাসনিক কর্তাব্যাক্তি ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর ওপর ন্যাস্ত রয়েছে। সরকার, প্রশাসন এবং আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ‘লক্ ডাউন’র নামে যতো কিছু-ই করে যাক্ স কেনো তা দিয়ে ‘করোনা’কে ঠেকানো কোনো পš’া নেই যদি কী না সসামাজিক ভাবে গণ সচেতনতার অভাব থাকে। ফলে- বর্তমান সয়েতে ‘করোনা’ ভাইরাস যে হারে লন্ড ভন্ড করে দেযার সামিলে পরিনত করতে যা”েছ পুরো দেশ এবং দেশের বিভিন্ন ¯’ানের মানুষের জীবন সঙহার করে চলেছে এ থেকে দেশে কে বাঁচাতে হলে এবং নিজেকে বাঁচিয়ে রেখে পরিবার-পরিজন সহ সবাই কে বাঁচাতে হলে সরকার নির্দেশিত সকল নিয়ম কানুন মেনে চলার ও কোনে বিকল্প নেই বলে ও মনে করেন অনেকে। শেষান্তে বরা যায়-শুধু মাত্র ‘ণক্ ডাউন’ দিয়ে মানুষ কে ঘর/বা-বাড়িতে আঁটকিয়ে রেখে কষ্ট-ভোগান্তিতে ফেলে রাখলেই হবেনা তাদের কে পর্যাপ্ত পরিমানে সাহার্য-সহায়তা ও দিয়ে যেতে হবে। প্রতিবেদনের আলোচ্য বিষয় দেশের প্রধান বন্দর নগরী চট্টগ্রাম এ গত ক’দিনে যে হারে ‘করোনা’র বিস্তার দেখা যা”েছ এবং এতে অধিক মাত্রায় আক্রান্ত মৃত্যুর সাথে লড়া এবং অনেক কে কবরবাসী করে তোলা নিয়ে রিতিমতো ভয়ে কম্পবান থাকার কথা যেখানে সেখানে দেখা যা”েছ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের অসচেতনতা! আর এ জন্য ‘করোনা’ থেকে বাঁচার জন্য সরকার নির্দেশিত ‘লক্ ডাউন’ কার্যকর করতে দায়িত্ব প্র্তা প্রশাসনিক কর্তাব্যাক্তিও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী যে ভুমিকা নিয়ে মাঠে থাকছেন তা থেকে সরে আসার ও কোনো বিকল্প নেই। ‘লক্ ডা্নু’ন আজ দ্বিতীয় দিনে দেশের অন্যান্য ¯’ানের মতো চট্টগ্রাম শহরের বিভিন্ন ¯’ানে শহরের বাইরে জেলার বিভিন্ন উপজেলাতে দায়িত্বরত: প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে থাকা সেনা, বিজিবি, র্যাব ও পুলিশ সহ অন্যান্য বাহিনরি সদস্যরা অতি কঠোরতায় ছিলো বলে একাধিক প্রত্যক্ষদর্শিরা জানিয়েছেন। তবে, অতিত সময়কার ‘লক্ ডা্নু’র মতো এবারকার এক সপ্তাহের ‘লক্ ডাউন’র পার হওয়া দ্বিতীয় দিন অপ্রীতিকর তেমন কোনো ঘটনা না ঘটলে ও প্রশাসনিক নির্দেশে আইন শৃংখলা বাহিনী কয়েকটি গাড়ি সহ বেশ কয়েকজন কে আটক করার খবর পাওয়া গেছে। এবং মরকারি নির্দেশ অমান্য করার অপরাধে কয়েকটি গাড়ি এবং এর চালকের বির“দ্ধে মামলা ও দেয়া হয়েছে বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এবং এ নিউজ পাঠানোর পূর্ব মুহুত্ব (রাত ১১টা) পর্যযন্ত পাওয়া সংবাদে জানা গেছে-পুরো চট্টগ্রাম শহর ও জেলার বিভিন্ন উপজেলাতে শুনসান নিরবতা চলছে। এক কথায় দু’ একটি ব্যাতিত বিভিন্ন গাড়ি চলাচল না থাকায় এবং বাজার-রান্তায় মানুষের সমাগম না থাকায় ভূতুড়ে পরিবেশ বিরাজমান রয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |