আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:১৮
বিডি দিনকাল ডেস্ক:- সরকার পতনের একদফা দাবিতে ঢাকায় গণমিছিল করেছে বিএনপি। আজ দুপুরে রাজধানীতে পৃথকভাবে এ গণমিছিল করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এতে বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এসময় বিএনপি’র কেন্দ্রীয় নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বাড্ডার সুবাস্তু মার্কেটের সামনে থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি গণমিছিল শুরু করে। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবার নির্বাচন নিয়ে কোন খেলা খেলতে দেয়া হবে না। এবার লড়াই জীবনপণ লড়াই। এবারের আন্দোলনে সরকারের পতন ঘটানো হবে। মানে মানে সরে না গেলে রাজপথেই সরকারের পতন ঘটানো হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, শেখ হাসিনার পদত্যাগের যে দাবি তা গণভবন এবং বঙ্গভবন পর্যন্ত পৌঁছাতে হবে।
ষড়যন্ত্রের মাধ্যমে ২০১৪-২০১৮ এর মত আবারও ক্ষমতায় যেতে চাইছে আওয়ামী লীগ। এবার জনগণ তা হতে দিবে না। সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ ভেঙ্গে দিতে হবে, শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন হবে না।
মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এর সঞ্চালনায় আহ্বায়ক আমান উল্লাহ আমান এর সভাপতিত্বে মিছিল পূর্বক সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে প্রধান অতিথি মির্জা আলমগীর আরো বলেন ,, ‘দেশের ১৮ কোটি মানুষ আজ ঐক্যবদ্ধ। তারা গণতন্ত্র পুনরুদ্ধার করে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা করবে। এবারের লড়াই জীবনপণ লড়াই। কোনোভাবেই আমাদেরকে আটকানো যাবে না।’
বাড্ডার সুবাস্তু মার্কেটের সামনে থেকে শুরু হয়ে রামপুরা পার হয়ে চৌধুরী পাড়া আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয় বিকেল ৫ টা নাগাদ ।মহাসচিব ছাড়া আরো উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ,নজরুল ইসলাম খান সহ আব্দুল আউয়াল মিন্টু ,সামসুজ্জামান দুদু ,আমান উল্লাহ আমান , মোয়াজ্জেম হোসেন আলাল ,আবুল খায়ের ভূঁইয়া, নাজিম উদ্দিন আলম ,রিয়াজ উদ্দিন নসু ,আমিনুল হক প্রমুখ ।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |