আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:০২
বিডি দিনকাল ডেস্ক : সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকার বিচারিক আদালতের চার্জ গঠন করার আদেশ চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানিতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ মামলাটি শুনানিতে অপারগতা প্রকাশ করেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী। তাকে সহায়তা করেন ব্যারিস্টার কায়সার কামাল, অ্যাডভোকেট এএম জামিউল হক ফয়সাল। পরে আইনজীবী জামিউল হক ফয়সাল সাংবাদিকদের বলেন, সাংবাদিক কনক সারোয়ার এর বোন নুসরাত রাকা মামলা শুনানি করতে অপারগতা প্রকাশ করেন বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে ডিভিশন বেঞ্চ। আমরা খুুব শিগগিরই হাইকোর্টের অন্য একটি বেঞ্চে যাব। তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গত বছরের ১৭ই মে বিচারিক আদালত চার্জ গঠন করলে আদেশ চ্যালেঞ্জ করে চলতি বছরের ১লা জুন হাইকোর্ট ফৌজদারি বিবিধ মামলা দায়ের করি।
নথি থেকে জানা যায়, ২০২০ সালের ৪ঠা অক্টোবর দিবাগত রাতে রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে রাকাকে গ্রেপ্তার করে র্যাব। সেসময় র্যাব দাবি করে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী তৎপরতার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক আইনে আরেকটি মামলা করে র্যাব।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |