আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:১০
বিডি দিনকাল ডেস্ক : বিএনপি মিডিয়া সেলের সদস্য ও দৈনিক দিনকালের বিশেষ প্রতিবেদক সাংবাদিক আতিকুর রহমান রুমনের মাতা এফ. এইচ. ফাউন্ডেশনের চেয়ারম্যান মরহুমা ফেরদৌসী বেগম-এর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ এপ্রিল, বাদ আছর, মঙ্গলবার রাজধানীর নিকেতনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেন- বিএনপি চেয়াপারসনের বিশেষ সহকারী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক জহিরউদ্দিন স্বপন, বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও মিডিয়া সেল সদস্য শাম্মী আক্তার,বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম ,বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন, বিএনপি মিডিয়া সেলের সদস্য মীর হেলাল, সাবেক এমপি ডা. দেওয়ান সালাহউদ্দিন বাবু, সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-এ্যাবের মহাসচিব ইঞ্জিনিয়ার হাছিন আহমেদ, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ওয়ার্কিং কমিটির মেম্বার ডা. শাহ মুহাম্মাদ আমান উল্লাহ, বিএনপি চেয়াপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, বগুড়ার শিবগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মামুন খান, বগুড়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আরাফাতুর রহমান আপেল, ময়মনসিংহের ফুলবাড়িয়া বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মামুনুর রশীদ মামুন প্রমুখ।
গত ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) রাত সাড়ে ১১টায় রাজধানী ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৭২ বছর।
গাবতলীর পদ্মপাড়া গ্রামে মরহুমার প্রতিষ্ঠিত “মসজিদে আর রহমান” জামে মসজিদের পাশে তাকে দাফন করা হয়েছে। এর আগে গত ১৪ এপ্রিল বাদ জুম্মা পদ্মপাড়া ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, মরহুমা ফেরদৌসী বেগমের স্বামী মরহুম হাফিজুর রহমান কর্মজীবনে সরকারি চাকুরীজীবী ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন।
এদিকে, মরহুমা ফেরদৌসী বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “ফেরদৌসী বেগমের মৃত্যুতে আমি তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। মরহুমা ফেরদৌসী বেগম একজন পরহেজগার ও দানশীল মহিলা হিসেবে এলাকাবাসীর কাছে সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। তিনি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে জড়িত থেকে মানবকল্যাণে কাজ করে গেছেন। এছাড়া এফ. এইচ. ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে ফাউন্ডেশনকে সুচারুভাবে পরিচালনা করতে তিনি যে দক্ষতা ও মেধার পরিচয় দিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকার্ত পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমা ফেরদৌসী বেগমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |