আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৫৪
আবুবকর সিদ্দিক,জয়পুরহাট প্রতিনিধি:- প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমুলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বুধবার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। জয়পুরহাট প্রেসক্লাবের ব্যানারে শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে এ কর্মসূচী পালন করা হয়। প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ে আটকে রেখে নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তিসহ তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। বুধবার বেলা ১১টায় শহরের জিরো পয়েন্টে বিভিন্ন সাংবাদিক সংগঠনের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক সাংবাদিক অংশ নেয়।
আজ পর্যন্ত সাগর রুনি বিচার হয়নি, গত এপ্রিল মাসে স্বাস্থ্য মন্ত্রলায়ের ৪টি প্রতিবেদন প্রকাশ করে প্রথম আলো এর প্রতিক্রিয়ায় রাগের বশবর্তি হয়ে তাকে ৫ ঘন্টা আটকিয়ে রেখে তাকে নির্য্যাতন করা ফৌজদারী অপরাধ করেছে অতিরিক্ত সচিব জেবুন্নেছা।, তার শাস্তি দাবী জানায় সাংবাদিকরা। এবং সাংবাদিক রোজিনা ইসলামের নি:শর্ত মুক্তির দাবী জানায়।
সকাল ১১টা থেকে শুরু হওয়া ঘন্টাব্যাপি এ কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, সাংবাদিক নৃপেন্দ্রনাথ মন্ডল, আবুবকর সিদ্দিক আবুবকর সিদ্দিক, খ,ম, আব্দুর রহমান রনি,মোস্তাকিম ফাররোখ ,আসাদুল ইসলাম আসাদ, মাসুদ রানা প্রধান, রুরে লহোসেন, আ: আলিম, শাজাহান সিরাজ মিঠু, মতলুব হোসেন, আলমগীর চৌধুরী, সহ অন্যরা। বক্তাগণ সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তির পাশাপাশি ন্যাক্কারজনক এ ঘটনার সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। া
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |