আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:২৪
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে তাহমিদ হাসান রিফাত (২০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ ২৪০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) সকালে ভুক্তভোগী শিক্ষার্থী তাহমিদ হাসান রিফাত বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুযেল মিঞা।
তিনি জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা, মারধর ও গুলিবর্ষণ করে গুরুতর জখমসহ হত্যা প্রচেষ্টা ও হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে রক্তক্ষয়ী অধ্যায়ের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিন ছাত্র-জনতা বিজয় মিছিল নিয়ে সাভার থানার দিকে অগ্রসর হলে সাভার সরকারি কলেজের সামনে বুকে, বাম হাত ও পায়ে গুলিবিদ্ধ হন তাহমিদ হাসান রিফাত।
মামলার বাদী তাহমিদ হাসান রিফাত সিরাজগঞ্জের শাহজাদপুর থানার চিনাধুকুরিয়া গ্রামের বাসিন্দা। সে আশুলিয়ার গাজীর চট মদিনাতুল উলুম ফাজিল মাদরাসার আলিম বিভাগের পরীক্ষার্থী।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |