আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫২
বিডি দিনকাল ডেস্ক : ঢাকার ধামরাইয়ে সাবেক এক পুলিশ কর্মকর্তার বাসায় এক তরুণীকে ধর্ষণের চেষ্টার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে স্থানীয়রা আটকের পর গণধোলাই দিয়ে ধামরাই থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় গতকাল সকালে ওই নেতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের আওলাদ হোসেনের ছেলে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আলাল হোসেন গত মঙ্গলবার রাতে ধামরাই পৌর এলাকার বাগনগর মডেল টাউনের মৃত পুলিশ কর্মকর্তা দবির উদ্দিনের বাসায় এক তরুণীকে নিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে গণধোলাই দিয়ে রাতেই তাকে ধামরাই থানা পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় গতকাল সকালে ওই নারীর বাবা বাদী হয়ে ধামরাই থানায় ওই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেন। ধামরাই থানার ওসি অপারেশন নির্মুল কুমার দাস মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |