আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:০৬
বিডি দিনকাল ডেস্ক:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি, জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ সভাপতি নূর জাহান ইয়াসমিন বুলবুল আজ বিকেল ৩ টা ১৫ মিনিটে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। উল্লেখ্য তিনি ৫ম, ৬ষ্ঠ ও ৮ম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি বিএনপি, ময়মনসিংহ দক্ষিণ জেলা কমিটির সাবেক সহ সভাপতি এবং মহিলা দল ময়মনসিংহ জেলা কমিটির সাবেক সভাপতি ছিলেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর শোক:বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নূর জাহান ইয়াসমিন বুলবুল এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় তিনি মরহুমার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, দেশ, জাতি ও জনগণের কল্যাণে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপিতে মরহুমার অবদান অনস্বীকার্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ গণতন্ত্র পূণরুদ্ধারের চলমান আন্দোলনে ময়মনসিংহের জনগণ বিশেষ করে মহিলাদেরকে ঐক্যবদ্ধ করে তীব্র গণআন্দোলন গড়ে তুলেছিলেন নূর জাহান ইয়াসমিন। বিএনপি’র পাশাপাশি মহিলা দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি গ্রাম-শহরে তৃণমূল পর্যায়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। হামলা-মামলার শিকার হয়ে নির্যাতিত হয়েছেন। শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নূর জাহান ইয়াসমিনের ইন্তেকালে বিএনপি ও মহিলা দলের অপূরনীয় ক্ষতি হলো। শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, সহকর্মী ও এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা জানান।
মহাসচিব এর শোক:বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক পৃথক শোকবার্তায় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক এমপি, জাতীয়তাবাদী মহিলা দলের সিনি: সহ সভাপতি নূর জাহান ইয়াসমিন বুলবুল এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বলেন, মরহুমা নূর জাহান ইয়াসমিন দলের একজন নিবেদিতপ্রাণ বলিষ্ঠ সংগঠক এবং তৃণমূল থেকে উঠে আসা একজন নেত্রী ছিলেন। বিভিন্ন সময় বিএনপি, মহিলা দলের কেন্দ্রীয়, মংমনসিংহ জেলা, গফরগাঁও, ভালুকাসহ বিভিন্ন ইউনিটে দলীয় বিভিন্ন পদে অধিষ্ঠিত থেকে দলকে সুসংগঠিত, শক্তিশালী করতে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। বিএনপি’র পতাকাতলে মহিলাদের সুসংগঠিত করতে কাজ করেছেন। জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে তাঁর অবদানের জন্য তিনি এলাকাবাসীর নিকট ছিলেন একজন জনপ্রিয় নেত্রী। নারী ও শিশু নির্যাতনসহ নারীদের প্রতি সহিংসতা রোধ ও নারী অধিকার রক্ষার দাবীতে রাজপথে সংগ্রাম করেছেন। পাশাপাশি এমপি হিসেবে সংসদে নারী নির্যাতন বিরোধী আইন, নারী অধিকার প্রতিষ্ঠা, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন তিনি।
শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, দলে মরহুমার অবদানের কথা বিএনপি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গ, সহকর্মী ও এলাকাবাসীর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |