আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৪৭
বিডি দিনকাল ডেস্ক: – বিএনপি জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী কৃষকদল-কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর পরলোকগমণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “রাজনীতিবিদ ও আইনজীবী এ্যাডভোকেট গৌতম চক্রবর্তীর পরলোকগমণে তাঁর শোকার্ত পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। তাঁর মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াইয়ে তাঁর অবদানের জন্য তিনি দলের নেতাকর্মীদের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি ছিলেন গণসম্পৃক্ত জননেতা। কর্মী বৎসল এই নেতা দলের সকল কর্মসূচিতে সামনের কাতারে দাঁড়িয়ে নেতৃত্ব দিতেন। মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে অনুপ্রাণিত হয়ে তিনি বিএনপি’র রাজনীতিতে সম্পৃক্ত হন। নিষ্ঠা ও সাহসিকতার সাথে অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে তাঁর নির্ভিক নেতৃত্ব সহকর্মীদের প্রেরণা যুগিয়েছে। মন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে তাঁর দক্ষতা ও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ছিল প্রশংসনীয়। রাজনীতি ছাড়াও সমাজসেবার নানা কাজের সঙ্গে তিনি নিজেকে যুক্ত রেখেছিলেন। টাঙ্গাইলবাসীসহ দেশবাসী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নেতাকর্মীরা তাঁকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাঁর মৃত্যু জাতীয়তাবাদী শক্তির জন্য অত্যন্ত মর্মস্পর্শী। আমি তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |