- প্রচ্ছদ
-
- ঢাকা
- সাভারে নাশকতার মামলার অভিযোগে সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ
সাভারে নাশকতার মামলার অভিযোগে সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ
প্রকাশ: ১৩ মার্চ, ২০২৩ ১:৫৮ অপরাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধিঃ সাভারে নাশকতার মামলার অভিযোগে সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে সাভারের বনগাঁও ইউনিয়নের বলিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ বলছে,সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী বিভিন্ন নাশকতা মামলার আসামী সেই সাথে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারিও রয়েছে। তাই তাকে সকালে বলিয়ারপুর থেকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা। গ্রেপ্তারকৃত বিএনপি নেতা বলিয়ারপুরের বেড়াইদ এলাকার এরফান মোল্ল্যার ছেলে।
Please follow and like us:
20 20