আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১:০৬
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশ টাউন এলাকায় ঢাকামুখী লেনে অ্যাম্বুলেন্স ও দু’টি ঢাকাগামী বাসে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্স ও দু’টি বাসে আগুন ধরে যায়। এ ঘটনায় দগ্ধ হয়ে নিহত চারজনের মৃত্যু হয়।-
বুধবার দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের পুলিশ টাউন এলাকায় ঢাকামুখী লেনে একটি অ্যাম্বুলেন্স আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে আগুন ধরে যায়। নিহতরা হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভাবনদত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন সিদ্দিকী (৪৫), তার স্ত্রী সোনিয়া আক্তার (৩৫), ছেলে মোরছালিন ফাহাদ (৮) এবং সোনিয়া আক্তারের বড় বোন সীমা আক্তার (৪০)। নিহত ফারুক হোসেন সিদ্দিকীর বাড়িও ঘাটাইলের ভাবনদত্ত গ্রামে। এছাড়া নিহত সীমা আক্তারের বাড়ি গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মজিদপুর গ্রামে। তিনি ওই গ্রামের পুলিশ সদস্য শাহীনের স্ত্রী।
নিহত সোনিয়া আক্তারের ফুফাত ভাই কলেজ শিক্ষক সামিউল আলম নাহিদ বলেন, সোনিয়ার ছেলে মোরছালিন ফাহাদ শারীরীকভাবে ভীষণ অসুস্থ। ফাহাদকে ডাক্তার দেখানোর জন্য তারা সবাই একটি অ্যাম্বুলেন্সযোগে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে যাচ্ছিলেন। তারা ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বাস তাদের বহনকারী অ্যাম্বুলেন্সকে ধাক্কা দেয়। তখন সামনের আরেকটি বাসের সাথে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়। মুহূর্তেই ওই দু’টি বাসেও আগুন ছড়িয়ে পড়ে। এতে আগুনে দগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সে থাকা চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ ঘটনায় সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদেও মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওর্দ্দি হাসপাতালে মযনা তদন্তের জন্য পাঠিয়েছে।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |