আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৯:৫৯
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে ঠিকানা হারিয়ে ফেলা এক শিশুর অভিভাবকের সন্ধান চেয়ে ব্যক্তিগত ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। রোববার সন্ধ্যা ৬টারদিকে ফেসবুকে স্ট্যাটাস দেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম।
ইমরান মাজহার ানজ নামে তার ফেসবুক আইডিতে ইউএনও লেখেন, ‘অভিভাবকের সন্ধানে: ৩১ মে (রবিবার) আনুমানিক সকাল ১১টায় সাভার মডেল থানায় ছবির শিশুটিকে নিয়ে আসেন এক ভদ্রলোক। শিশুটির আনুমানিক বয়স ৫ বছর। শিশুটি নাম, ঠিকানা কিছু বলতে পারে না। বর্তমানে শিশুটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা, সাভার, ঢাকার তত্ত¡াবধানে আছে। কেউ চিনে থাকলে ০১৭০৮৪১৪৮৪৯ এই নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।’ সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান বলেন, ‘আমাদের ইউএনও মহোদয় অনেক আন্তরিক। শিশুটির অভিভাবকদের খুঁজে পেতে উনি সার্বিক সহযোগিতা করছেন এবং সার্বক্ষণিক এই বিষয়টায় নজর রাখছেন।’ তিনি আরও বলেন, ‘প্রথমে আমাদের কাজ হচ্ছে, শিশুর অভিভাবককে খুঁজে পাওয়া, এই জন্য সাময়িকভাবে ভাকুর্তা ইউনিয়নে এনজিও ব্যুরো ও মহিলাবিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত একটা প্রতিষ্ঠান আছে। আপাতত ওই প্রতিষ্ঠানটিতে ৫-৭ দিনের জন্য শিশুটিকে আমরা রাখব। তারপরেও যদি অভিভাবক খুঁজে না পাই, তা হলে আমাদের সরকারি যে প্রতিষ্ঠান আছে সেখানে আমরা শিশুটিকে পাঠাব। সে ক্ষেত্রে তাকে শিশু পরিবার বা এতিমখানায় দেয়া হবে।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |