আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | বিকাল ৩:৫৮
নজরুল ইসলাম মানিক, আশুলিয়া (ঢাক) প্রতিনিধি ঃ সাভার উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যাচাই-বাছাই শেষে ৬৫ জন প্রাথীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। সাভার উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, উপজেলার ১১ ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে মোট ৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন এবং তেঁতুলঝোড়া ইউনিয়নে ১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি মো: ফখরুল আলম সমর। তিনি বেসরকারীভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাভার ইউনিয়নে মোট ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আল মাহমুদ বিশ্বস, বাংলাদেশ আওয়ামী লীগের সোহেল রানা ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আউয়াল।
আমিনবাজার ইউনিয়নে মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা শফিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের রকিব আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী মাহবুব উল্লাহ, আমজাদ হোসেন ও রাজু আহম্মেদ। ভাকুর্তা ইউনিয়নে মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান মোরতাজ, বাংলাদেশ আওয়ামী লীগের লিয়াকত হোসেন, স্বতন্ত্র প্রার্থীরা হলেন, নুরুল মমিন, শহিদুল ইসলাম, আলহাজ¦ আনোয়ার হোসেন ও মোহাম্মদ নাসির উদ্দিন।
বনগাঁও ইউনিয়নে মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোক্তার হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাইফুল ইলাম, স্বতন্ত্র প্রার্থীরা হলেন, সাইদুল ইবনে হাসিব, আওলাদ হোসেন মোল্লা, সাইফ উদ্দিন ও আরিফ উদ্দিন।
আশুলিয়া ইউনিয়নে মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল কাইয়ুম, জাকের পার্টির বদরুল আলম, বাংলাদেশ আওয়ামী লীগের শাহাব উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হেলাল উদ্দিন, রাজু আহম্মেদ ও আমজাদ হোসেন সরকার।
শিমুলিয়া ইউনিয়নে মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফয়েজ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের এবিএম আজাহারুল ইসলাম সুরুজ, স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান, সাদ্দাম হোসেন, জাকির হাসান, আব্দুল্লাহ আল মামুন, মাসুদ আল নুর, ইকবাল হোসেন ও জসিম উদ্দিন খান।
পাথালিয়া ইউনিয়নে মোট ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলফাজ উদ্দিন সিরনিয়াবাত, জাকের পর্টির মো: কুটি মিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের পারভেজ দেওয়ান, স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম, শাহজাহান সিরাজ, আব্দুস সালাম মোয়াজ্জেম হোসেন ও আমিনুল হক। কাউন্দিয়া ইউনিয়নে মোট ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগের হাজী মো: মেশের আলী, স্বতন্ত্র প্রার্থীরা হলেন, সাইফুল আলম খান, সাহাবুদ্দিন কবিরাজ, আতিকুর রহমান ও আতিকুর রহমান খান শান্ত। ইয়ারপুর ইউনিয়নে মোট ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোকলেসুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সৈয়দ আহম্মেদ ভূঁইয়া, জাতীয় পার্টির আল কামরান, স্বতন্ত্র প্রার্থী হাজী দেলোয়ার হোসেন সরকার ও মোহাম্মাদ জিল্লুর রহমান। বিরুলিয়া ইউনিয়নে মোট ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। তারা হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মিনহাজ উদ্দিন মিনু, বাংলাদেশ আওয়ামী লীগের সাইদুর রহমান সুজন, জাতীয় পার্টির উজির মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী সেলিম মন্ডল, গিয়াস উদ্দিন, শাহীন মিয়া, মহাসীন মন্ডল, জুয়ের মন্ডল, শাহজাহান সিরাজ ও আমিরুল হাসান কামাল।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |