- প্রচ্ছদ
-
- ঢাকা
- সাভার উপজেলা ভাইস চেয়ারম্যানের পিতা না ফেরার দেশে চলে গেলেন
সাভার উপজেলা ভাইস চেয়ারম্যানের পিতা না ফেরার দেশে চলে গেলেন
প্রকাশ: ৮ আগস্ট, ২০২১ ১১:০৭ পূর্বাহ্ণ
নজরুল ইসলাম মানিক সাভার ও আশুলিয়া( ঢাকা) প্রতিনিধি ঃ সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব শাহাদাৎ হোসেন খানের পিতা আলহাজ্ব মোঃ সৈয়দ খান আজ রোববার ফজরের নামাজের পর না ফেরার দেশে চলে গেলেন।
পরিবার ও এলাকাবাসীরা জানান, সুস্হ ব্যক্তি আমাদের সাথে শনিবার রাতেও আলাচারিতা হয়েছে উনিই যে না ফেরার দেশে চলে গেলেন কেহই বিশ্বাস করতে পারছেনা। আলহাজ্ব মোহাম্মদ সৈয়দ খান রোববার বাদফজর হৃদ যন্ত্রের কাজ বন্ধ হয়ে পরলোক গমন করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমের জন্য দোয়া ও মাগফেরাত কামনা করেছেন
স্বজন ও এলাকাবাসীরা। তিনি খান বাড়ী জামে মসজিদ জন্মলগ্ন থেকেই উন্নয়ন ও রক্ষনা বেক্ষন এর দায়িত্ব পালন করেছেন । মরহুম হাজী সৈয়দ খান মৃত্যুকালে এক স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে৷, বংশের শতাধিক নাতি নাতনী, ভাতিজা ভাতজীসহ আত্বীয় স্বজন ও গুনগ্রাহীদের কাঁদিয়ে রেখে গেছেন। এখবর পাওয়া মাত্রই হাজার হাজার লোকজন মরহুমকে একনজর দেখার জন্য জমায়েত হয়েছেন। সকলের মুখে একই ধ্বনি মরহুমকে জাননাতের বাসিন্দা কর। রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে হে মরহুমের নামাজে জানাযা আজ দুপুর ২ টায় গাজীরচট আলীয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।
Please follow and like us:
20 20