- প্রচ্ছদ
-
- ঢাকা
- সাভার থানা বিএনপির সাবেক সভাপতি মরহুম মাহমুদুল হাসান আলালের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন
সাভার থানা বিএনপির সাবেক সভাপতি মরহুম মাহমুদুল হাসান আলালের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন
প্রকাশ: ২৯ মে, ২০২২ ৫:৫০ অপরাহ্ণ
নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া ( ঢাকা) প্রতিনিধি ঃ সাভার থানা বিএনপির সাবেক সভাপতি মরহুম মাহমুদুল হাসান আলালের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল রোববার দুপুরে বিরুলিয়া এলাকার নিজ বাড়িতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় সাভার থানা বিএনপির আয়োজনে সভাপতিত্ব করেন সাভার থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী ওমর আলী মাষ্টার।। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়বাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সুলতানা আহমেদ। আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলার বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও সাভার পৌর সাবেক কমিশনার খোরশেদ আলমসহ ঢাকা জেলা ও সাভার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর। এদিকে ঢাকা জেলা বিএনপি’র সভাপতি এদিকে গতকাল বিকেলে অনুষ্ঠান শেষে ঢাকা জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও ঢাকা জেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হয়ে মরহম মাহমুদুল হাসান আলালের সমাধিস্থল জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।
Please follow and like us:
20 20