আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৭:৪৪
সিদ্ধিরগঞ্জে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক সদস্য মো. আল মামুন (৩৮)কে গ্রেপ্তার করেছে র্যাব-৩। গ্রেপ্তারকৃত আল মামুন ঝিনাইদহের শৈলকুপার শাহবাড়ীয়া গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইঘর রূপায়ণ টাউন, বাসা নং- ২৮ (এ-৪) এ বসবাস করতেন। এর আগে তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)তে চাকরিরত ছিলেন। শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকার দায়ে তাকে চাকরিচ্যুত করা হয়। গ্রেপ্তারকৃত মামুনের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, ম্যাগাজিন ও ৬ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল অস্ত্রগুলি ও ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব। এর আগে র্যাব-৩ এর একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন কফি হাউজ অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় মামুনসহ চলমান মোটরসাইকেল আটকের চেষ্টাকালে মামুন মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা চালায়। পরে তাকে র্যাব সদস্যরা ধাওয়া করে আটক করে এবং তার হেফাজত থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |