আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ২:০৮
এস, এম মনির হোসেন জীবন- চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ড ও বিস্ফোরণে দগ্ধ গুরুতর আহত “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী”র ফায়ার ফাইটার গাউসুল আজম (২৩) আর নেই । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ নিয়ে অগ্নিদুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জন ফায়ার ফাইটার মারা গেছেন। এখনও নিখোঁজ রয়েছেন তিনজন। তবে, এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০ জনে। নিহত গাউসুল আজম সাতক্ষীরা জেলার সাতক্ষীরা- সদর থানার মো, আজগর আলীর পুত্র। আজ রোববার রাত ৩ টার দিকে রাজধানীর শেখ হাসিনার জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন। শাহজাহান সিকদার জানান, চট্রগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিদুর্ঘটনায় গুরুতর আহত গাউসুল আজম মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত ৩টায় তিনি মারা যান। এছাড়া একজন ফায়ার কর্মী একই ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন বলে বলে জানান তিনি। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ফায়ারকর্মী গাউছুল আজমের শরীরের ৭০ শতাংশ দগ্ধ ছিল। তার শ্বাসনালী পুড়ে গিয়েছিল। বর্তমানে ১৯ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে আইসিইউতে দুই জন। ডা. আইউব হোসেন আরও জানান, এ অগ্নিদুর্ঘটনায় চট্টগ্রাম থেকে ঘটনার পরদিন আজম সহ ৭ জনকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। ভর্তি করা হয় আইসিইউতে। অবস্থার অবনতি হলে দেওয়া হয় লাইফ সাপোর্ট। মাঝে কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। কিন্তু আবারও অবনতি হলে আজমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এদিকে, আজ সকালে ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটিরত অফিসার রাফি আল ফারুক জানান , নিহত ফায়ার ফাইটার গাউসুল আজম ২০১৮ সালের ১৫ নভেম্বর চাকরিতে যোগদান করেন। চট্টগ্রামের সীতাকুণ্ড ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন তিনি। তার জন্ম ১৯৯৯ সালের ২২ জুন। এ নিয়ে অগ্নিদুর্ঘটনায় এখন পর্যন্ত ১০ জন ফায়ার ফাইটার মারা গেছেন।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |