আজ বুধবার | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:২৭
বিডি দিনকাল ডেস্ক:-গত ০৪-০৬-২০২২ ইং, শনিবার দিবাগত রাতে সীতাকুণ্ডের কদমরাসুলে একটি বেসরকারি রাসায়নিক ডিপোতে কন্টেইনার বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় পঞ্চাশ অধিক মৃত্যু ও শতশত আহতের ঘটনায় শোক, প্রতিবাদ ও প্রতিকারের দাবি জানিয়েছন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বর্তমান আওয়ামী সরকারের সার্বিক চূড়ান্ত অব্যবস্থাপনা-ই এই দূর্ঘটনা প্রকারান্তরে কাঠামোগত হত্যাকাণ্ডের জন্য দায়ী। প্রতিটি নাগরিকের জবাবদিহির জায়গা থেকে আমরা মনে করি, সরকার ও মালিক পক্ষ কেউই এই দায় এড়াতে পারেন না। কেননা কারখানায় শ্রমিকের জীবনের নিরাপত্তা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দায়িত্ব মালিকের এবং নিরাপত্তা ও নিরাপদ পরিবেশ আছে কিনা, তা দেখভাল করার দায়িত্ব কলকারখানা পরিদর্শক তথা সরকারের। সরকারের লাগামহীন অব্যবস্থাপনায় আওয়ামী কতৃক দূর্ঘটনাবহুল বাংলাদেশের ভয়াল ও ধ্বংসাত্মক এই যাত্রা অব্যাহত রাখার সামর্থ্য ও অধিকার না সরকারের আছে না আমলাদের। তাই নেতৃদ্বয় সংকট থেকে দেশ ও জাতিকে বাঁচানোর জন্য সুবিধাবাদী রাজনীতি ও ভোল পাল্টানো সরকার নীতি বাদ দিয়ে সকল বিজ্ঞ, অভিজ্ঞ ও শুভচিন্তক নাগরিকের মতামতকে প্রাধান্য দিয়ে একটি উৎপাদনমুখী কল্যানকর বাংলাদেশ বিনির্মানের আহবান জানানোর পাশাপাশি অগ্নিকাণ্ডে মৃতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহত-নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণের দাবী জানান। বিশেষ করে চট্টগ্রাম বিভাগে ছাত্রদলের সকল পর্যায়ের ইউনিট নেতাকর্মীদেরকে বিশেষত মেডিকেল অঙ্গনের নেতাকর্মীদেরকে সার্বক্ষণিক সেবা ও যোগাযোগ রক্ষা করার নির্দেশ প্রদান করেন। তাছাড়া অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সাথে সাথে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে সংশ্লিষ্ট ছাত্রদল নেতাকর্মীদের তাৎক্ষণিক ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবার নির্দেশ প্রদান করেন।
যা করণীয় :
১. জরুরি চিকিৎসা সেবা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে এগিয়ে আসা।
২. যে কোনো গ্রুপের রক্তের প্রয়োজনে রক্তদাতাদের প্রস্তুত রাখা।
৩.এম্বুলেন্সসহ জরুরি ট্রান্সপোর্ট সরবরাহে তৎপরতা বৃদ্ধি।
৪. অধিকতর উন্নত চিকিৎসার্থে ঢাকাস্থ বিশেষায়িত হাসপাতালগুলোর তথ্য সংরক্ষণ করা।
৫. একদমই গরীব ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা।
এসব প্রয়োজনে যাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের তালিকাঃ
১. আক্তার হোসেন, দায়িত্বপ্রাপ্ত আহবায়ক ঢাবি ছাত্রদল। মোবাইল নং- 01799590594.
২. আমানউল্লাহ আমান, সদস্য সচিব, ঢাবি ছাত্রদল। মোবাইল নং- 01753598983.
৩. জুলহাস মৃধা, সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ, মোবাইল নং- +880 1712-504107
৪. ফয়সাল দেওয়ান, সভাপতি তেজগাঁও কলেজ ছাত্রদল +880 1851-444816।
৫. মোঃ বেলাল হোসেন খান, সাধারণ সম্পাদক, তেজগাঁও কলেজ 01719136232।
৬. আরিফুর রহমান এমদাদ, সভাপতি, তিতুমীর কলেজ +880 1723-070915।
৭. ইমাম হোসেন, সাধারণ সম্পাদক, তিতুমীর কলেজ +880 1866-497085।
৮. ইব্রাহিম হোসেন বিপ্লব , সভাপতি, বাঙলা কলেজ ছাত্রদল। +880 1920-169312।
৯. বিল্লাল হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক, বাঙলা কলেজ +880 1723-022245।
১০. সাঈদুর রহমান সাঈদ, সভাপতি, কবি নজরুল কলেজ, ছাত্রদল। +880 1749-091505।
১১. কাওসার হোসেন, সাধারণ সম্পাদক, কবি নজরুল কলেজ ছাত্রদল। +880 1736-557982।
বার্তা প্রেরক
আজিজুল হক সোহেল
দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক
ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
Dhaka, Bangladesh বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:19 PM |
Isha | 6:40 PM |