এত সুনসান কেন, এমন প্রশ্ন করতেই মূল ফটকের নিরাপত্তাকর্মীদের উত্তর, ‘তাঁরা কিছুই জানেন না’। সোমবার কাজে এসেই দেখতে পান ক্লাব বন্ধের নোটিশ। এরপর থেকেই নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন তাঁরা। কোনো অতিথিকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বা অনুষ্ঠানও করা যাবে না। এর মধ্যে মো. হৃদয় নামের একজন বলেন, ‘আমি ছুটিতে ছিলাম। ছুটি শেষে আজ কাজে যোগ দিয়েই শুনি, ক্লাব বন্ধ। এরপর থেকেই আমরা নির্দেশনা বাস্তবায়ন করছি।’
এরপর ওয়াকিটকিতে যোগাযোগ করলে সেখানে আসেন নিরাত্তাকর্মীদের ইনচার্জ মো. সেলিম। তিনি বলেন, ক্লাবের সদস্য ছাড়া ভেতরে ঢোকা নিষেধ। সেলিম জানান, ‘এখন ক্লাবে কেউ নেই। যা বলার দুপুরে স্যাররা আইসা বলে গেছেন।’
বোট ক্লাবটি পড়েছে ঢাকার সাভার থানায়। কিন্তু মূল ফটকেই দেখা গেল মিরপুরের রূপনগর থানার পুলিশ সদস্যদের। জানতে চাইলে কর্তব্যরত এএসআই কামরুজ্জামান বলেন, ‘একটু সামনেই রূপনগর থানা এলাকা। থানা থেকেই আমাদের এখানে পাঠানো হয়েছে।’
৮ জুন চিত্রনায়িকা পরীমনিকে এই ক্লাবের সদস্য নাসির ইউ মাহমুদ ধর্ষণ ও হত্যাচেষ্টা করেন বলে মামলা হয়েছে। এই ক্লাবেরই আরেক সদস্য তুহিন সিদ্দিকী অমি সহযোগিতা করেন বলে মামলায় উল্লেখ করেছেন পরীমনি।
অভিযুক্ত দুজনকেসহ ক্লাবের তিন সদস্যের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে।