আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:১৯
সুনামগঞ্জ:- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কামাল হোসেন নামের একজন স্থানীয় সাংবাদিককে গাছের সাথে বেঁধে নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ রিপোর্টাস ইউনিটির দুইটি গ্রুপ পৃথক পৃথক ভাবে শহরের আলফাত উদ্দিন স্কয়ার পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালন করে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে চার জনকে আটক করে তাহিরপুর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার এস আই মাহমুদুল হাসান। তবে তদন্ত স্বার্থে তাদের নাম পরিচয় গোপন রাখা হয়েছে। মানববন্ধনে সাংবাদিকরা কামাল হোসেনকে গাছের সাথে বেঁধে নির্মমভাবে নির্যাতন করায় তীব্র নিন্দা জানান। সেই সাথে যারা এই ঘটনার সাথে জড়িত দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবী জানান। এসময় বক্তারা আরো বলেন, প্রতিদিন বস্তু নিষ্ঠ খবরের জন্য সংবাদকর্মীরা বিভিন্ন জায়গাতে যেতে হয়।
কিন্তু বর্তমান সময়ে কিছু অসাধু ব্যক্তি তাদের টার্গেট করে হামলা করে। গতকালেকের ঘটনা তারই প্রমাণ। তাই প্রশাসন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিলে তারা আর সাহস পাবে না।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, রিপোর্টার্স ইউনিটির একাংশের সভাপতি লতিফুর রহমান রাজু, সাধারন সম্পাদক এমরানুল হক চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার ইউনিটির অপরাংশের সভাপতি বিন্দু তালুকদার, সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন, কার্যকরী সদস্য অ্যাডভোকেট মাহবুবুল আলম শাহীন প্রমুখ।
উল্লেখ্য, সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদের জন্য ছবি নিতে সেখানে গিয়েছিলেন কামাল হোসেন। তখন অবৈধ ভাবে বালু উত্তোলনকারীরা তাকে এলোপাড়াতি মারধর শুরু করে। পরে তারা তাকে ধরে এনে বাজারের একটি গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করে। তাকে উদ্বার করে তাহিরপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |