আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৭:১২
ঢাকা: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সাবেক সদস্য মির্জা আল মাহমুদকে বিএনপি’র প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার দলের সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী ফোরাম থেকে সভাপতি হিসেবে অ্যাডভোকেট ফজলুর রহমান ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে সম্পাদক করে প্যানেল ঘোষণা করা হয়। কিন্ত এ প্যানেলের বিপরীতে জাতীয়তাবাদী সমর্থক আইনজীবীরা বিদ্রোহী একটা প্যালেন ঘোষণা করে। ওই প্যানেলে সভাপতি অ্যাডভোকেট ওয়ালিউর রহমান ও সম্পাদক মির্জা আল মাহমুদ। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্যানেল দেয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ সেশনের নির্বাচন আগামী ১০ ও ১১ মার্চ (বুধ ও বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সরকার ও বিএনপি সমর্থক প্যানেল ঘোষণা করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |