- প্রচ্ছদ
-
- রংপুর
- সোনালী ব্যাংকের সাথে উলিপুর সরকারি ডিগ্রি কলেজের চুক্তিপত্রে স্বাক্ষর
সোনালী ব্যাংকের সাথে উলিপুর সরকারি ডিগ্রি কলেজের চুক্তিপত্রে স্বাক্ষর
প্রকাশ: ১৮ মে, ২০২২ ১২:০০ অপরাহ্ণ
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি #সোনালী ব্যাংক লিমিটেড এর অনলাইন সেবার মাধ্যমে উলিপুর সরকারি ডিগ্রী কলেজ এবং উলিপুর মহিলা ডিগ্রীকলেজের শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি, পরিক্ষার ফি সহ বিভিন্ন চার্জ অন লাইনে সেবা কার্যক্রমের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১ টায় উলিপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুর রহমান খোকন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দেবব্রত রায় এবং সোনালি ব্যাংক লিমিটেড এর পক্ষে জনাব মোঃওয়াহেদুননবী ডিপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ)প্রিন্সিপাল অফিস কুড়িগ্রাম পৃথক, পৃথক ভাবে চুক্তি স্বাক্ষর করেন । সভাপতিত্ব করেন জনাব রতন কুমার রায় ম্যানেজার ( এস পি ও) উলিপুর জনাব শাহিন আখতার ভূঁইয়া ( এস পি ও) প্রিন্সিপাল অফিস কুড়িগ্রাম এ সময় ব্যাংকের অন্যান্য কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
Please follow and like us:
20 20