আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | বিকাল ৫:৪৫
ডেস্ক: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সোমবার রাত আটটা থেকে মঙ্গলবার রাত আটটা পর্যন্ত মমতার প্রচার নিষিদ্ধ বলে জানানো হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে মুসলিম ভোট একত্রিত করার আহ্বান জানিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা। যা নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল বিজেপি। সেই অভিযোগের ভিত্তিতে মমতার পক্ষ থেকে জবাব চেয়েছিল কমিশন। জবাবও দিয়েছিলেন মমতা। সেই জবাবে সন্তুষ্ট হয়নি কমিশন। সেই কারণেই শাস্তির মুখে পড়তে হয়েছে মমতাকে।
নির্বাচন কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, সোমবার রাত ৮টা থেকে প্রচার করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা, সাংবাদিক সম্মেলন বা অন্য কোনও উপায়ে মানুষের মুখোমুখি হতে পারবেন না। তাঁর প্রচারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |