আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৫৭
এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : সৌদি আরবে যাওয়া চট্টগ্রামের একজন রেমিট্যান্স যোদ্ধার শেষ বিদায়। উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠাছরা বাজার এলাকার মধ্যম গড়িয়াইশ এর স্থায়ী বাসিন্দা মোহাম্মদ নুরুল করিম।(৫৫)। শৈশব থেকে কৈশর এই গ্রামে বেড়ে উঠেন তিনি। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার বড়। পরিবারের অভাব মোচন’র নিমিত্তে তথা পরিবারের হাল ধরতে পাড়ি জমান সু’দুর সৌদি আরব। ধীরে ধীরে ব্যবসা গড়ে তোলেন সৌদি আরবের একটি শহরে। গ্রামের বাড়িতে নিজ ভিটা- মাটিতে গড়ে তোলেন বসত:ঘর। এমনটি জানিয়েছেন ওই এলাকার বাসিন্দা/সমাজ সচেতন ব্যাক্তিত্ব মুহাম্মদ জিয়াউল হক। তিনি জানান, গত দুই মাস আগে নিজ কর্মস্থল (সৌদি আরব) এ হঠাৎ হার্ট এটাক করে ইন্তেকাল করেন নুরুল করিম। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আইনি জটিলতায় ওই দীর্ঘ (দুই মাস) সময়ে লাশ দেশে আনা সম্ভব হয়নি। অবশেষে সকল আইনি পক্রিয়া শেষ করে আগামী কাল সোমবার (২৮ আগষ্ট) বিকালে বিমান যোগে লাশ দেশে আনা হওয়ার কথা রয়েছে। এবং পর দিন মঙ্গলবার দুপুর অথবা বিকালে নিজ গ্রাম এলাকায় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে। শোকার্ত পরিবার-পরিজন এবং এলাকাবাসীর এলাকাবাসীর উপস্থিতিতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার কর্মসূচি ও হাতে রাখা হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে। এমনটি ও জানান দিয়েছেন মুহাম্মদ জিয়াউল হক।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |