আজ বৃহস্পতিবার | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৪শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৮:৫৭
এস, এম, মনির হোসেন জীবন- কিশোরগঞ্জের করিমগঞ্জে এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত এবং ৪ শিক্ষিকাকে লাঞ্ছিত করার ঘটনায় মূলহোতা ভিআইপি রানাসহ চার বখাটেকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন, এ ঘটনার মূলহোতা ও প্রধান আসামী আল আমিন ওরফে সোহেল ওরফে ভিআইপি রানা ওরফে প্রিন্স রানাকে (২২), সৌরভ মিয়া ওরফে বাবু (১৭), সোহান ওরফে হিরা (১৭) ও সীমান্ত (১৭)।
মঙ্গলবার দিবাগত রাতে র্যাব-১৪ এর একটি দল রাজধানীর গুলিস্তান ও কিশোরগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।
রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে
আজ বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে খন্দকার আল মঈন জানায়, গত ১২ জুন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার জঙ্গলবাড়ি উচ্চ বিদ্যালয়ে প্রাক নির্বাচনী ও দ্বিতীয় সাময়িক পরীক্ষা চলাকালীন সময় বহিরাগত কিছু বখাটে ছেলে বিদ্যালয়ের ২য় তলায় উঠে ছবি তোলার চেষ্টা করে। এসময় স্কুলের কয়েকজন শিক্ষিকা বখাটে ছেলেদের স্কুল থেকে চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা তাদের দেখে নেয়ার হুমকি দেয়।
র্যাবের গণমাধ্যম শাখার মূখপাত বলেন, একই দিন বিকেলে স্কুল শেষে কয়েকজন শিক্ষিকা অটোরিকশা যোগে স্কুল হতে বাড়ি ফেরার পথে করিমগঞ্জ থানার তালিয়াপাড়া এলাকায় বখাটেরা তাদের অটোরিক্সার গতিরোধ করে। এসময় তারা শিক্ষিকাদের শারীরিকভাবে লাঞ্ছিত, শ্লীলতাহানী ও অকথ্য ভাষায় গালি গালাজ করে।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, এঘটনায় বখাটে ছেলেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুলের শিক্ষার্থীরা পরীক্ষা বন্ধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে। এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্বতি দিয়ে র্যাবের এ কর্মকর্তা জানান, গ্রেপ্তার রানা এলাকায় উঠতি বয়সী কিশোরদের নিয়ে একটি সংঘবদ্ধ চক্র গড়ে তোলে এবং নেতৃত্ব প্রদান করে। সে তার এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের বেশকিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল।
র্যাব জানান, এছাড়া গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময় ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে উত্যক্তসহ এলাকায় বিভিন্ন অপকর্ম করে বেড়াতো। স্থানীয় কেউ প্রতিবাদ করলে গ্রেপ্তার সোহেলের নেতৃত্বে এই চক্রের সদস্যরা তাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন, রাস্তাঘাটে হেনস্থা এমনকি এসিড নিক্ষেপের হুমকিও প্রদান করতো।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, এঘটনার পর গ্রেফতারকৃতরা নিজেদেরকে আড়াল করতে প্রথমে করিমগঞ্জের বিভিন্ন স্থানে আত্মগোপন করে। পরবর্তীতে গ্রেপ্তার সোহেল রাজধানীর গুলিস্তানে তার এক নিকটাত্মীয়ের বাসায় আত্মগোপন করে বলেও জানান র্যাব মুখপাত্র খন্দকার মঈন।
সংবাদ সম্মলনে র্যাব সদরদপ্তরের বিভিন্ন পদমর্যাদা কর্মকর্তা, গণমাধ্যম শাখার কর্মকর্তা সহ অন্যান্য অফিসারগন এসময় উপস্হিত ছিলেন।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |