আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৫৯
জাকির হোসেন সুমন , ব্যুরো চিফ ইউরোপ : ৪৯ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এবং মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে স্পেন আওয়ামী লীগ। গতকাল ১৬ ডিসেম্বর বুধবার রাত ৯ টায় মাদ্রিদের স্হানীয় মাইশা রেস্টুরেন্টে স্বাস্থ্যবিধি মেনে এ সভা অনুষ্ঠিত হয় ৷ সভায় সভাপতিত্ব করেন স্পেন আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম ৷ যুগ্ম সম্পাদক তানিম চৌধুরী এর সঞ্চালনায় ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসাবে যথাক্রমে বক্তব্য প্রদান করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সভাপতি এম. নজরুল ইসলাম ও স্পেন আওয়ামী লীগের সভাপতি এস আর আই এস রবিন৷ সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রিজভী আলম ৷ এসময় আমন্ত্রিত অতিথি ও বিশেষ বক্তা হিসাবে উপস্থিত হয়ে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি একরামুজ্জামান কিরন, ফয়সাল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ আক্তারুজ্জামান , জাহিদুর রহমান দিদার, এফ এম ফারুক পাভেল, হারুন অর রশীদ , সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ, বদরুল কামালি, আন্তর্জাতিক সম্পাদক এম আই আমিন, সদস্য তুহিন, নাসিম, আব্দুস সালাম, ইউসুফ ও ছাত্রলীগ নেতা হানিফ মিয়াজি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন এম আই আমিন ৷এরপর মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল শহীদ, ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারা অভ্যন্তরে নিহত জাতীয় চার নেতা , বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ যারা দেশ মাতৃকার জন্য জীবন উৎসর্গ করেছেন তাদের স্মৃতির প্রতি সন্মান প্রদর্শন পূর্বক দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় ৷ প্রধান অতিথি তার বক্তব্যে বাংলাদেশের স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করতে ধর্ম ব্যবসায়ী উগ্র মৌলবাদী গোষ্ঠী ধর্মীয় বিদ্বেষ যাতে না ছড়াতে পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দেন ৷ অনুষ্ঠান শেষে মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, মহামারী করোনায় মৃত্যুবরণকারী সকল বাংলাদেশী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় ৷
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |