আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:০৩
বিডি দিনকাল ডেস্ক :- স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে আজ শনিবার ঢাকায় ‘বিজয় শোভাযাত্রা’ কর্মসূচি পালন করছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যান ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শোভাযাত্রা শেষ করেন। এতে রাজধানীর প্রধান প্রধান সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আজ শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও তীব্র যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা নগরবাসীকে রাস্তায় কাটাতে হয়েছে। কোথাও কোথাও দুই থেকে তিন ঘণ্টা বাসের মধ্যে বসে থেকে এক পর্যায়ে হাঁটা শুরু করতে হয়েছে কাউকে কাউকে। এই শোভাযাত্রা উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেন আওয়ামী লীগের নেতারা। বেলা দুইটায় তাদের এই সমাবেশ শুরু হয়। এর কয়েক ঘণ্টা আগে থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা সেখানে আসতে থাকেন। সোহরাওয়ার্দী উদ্যান ঘুরেই তারা চলেন যান ধানমন্ডির দিকে। শোভাযাত্রায় অংশ নিতে অনেকেই নিজ নিজ এলাকা থেকে বাস, ট্রাক, পিকআপ, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসে করে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় যান। সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সামনে সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ বিজয় শোভাযাত্রা শুরু করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমু, সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন প্রমুখ। শোভাযাত্রায় আসা বিপুলসংখ্যক নেতা-কর্মীর ভিড় ও সঙ্গে আনা যানবাহনের কারণে সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্কের আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে শাহবাগ এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল, বারডেম হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |