আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৫২
বিডি দিনকাল ডেস্ক :- স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও নরসিংদী-৪ মনোহরদী-বেলাবো আসনের নেতা আব্দুল কাদির ভুইয়া জুয়েলের সার্বিক সহযোগিতায় আজ ১৮ আগস্ট মনোহরদী বাসস্ট্যান্ড সংলগ্ন কাশবন পার্টি সেন্টারে করোনা হেল্প সেল-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুলিশের উপস্থিতিতে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ভিপি নাসির উদ্দিন নাসির, সহ-সভাপতি আল আমিন পাটোয়ারী, মাধবদী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজীব, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম ভুঁইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ, শাহাদাত, রুমন, সৌরভ এবং যমুনা টিভির সাংবাদিক ইসমাইল ও চ্যানেল আই-এর সাংবাদিক সুমন রায়সহ ২০/২৫ জনকে গুরুতর আহত করে। সন্ত্রাসীরা কাশবন পার্টি সেন্টারে ব্যাপক ভাংচুরসহ কয়েকটি গাড়ী, মোটর সাইকেলও ভাংচুর করে এবং ৬টি অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার করোনা ঔষধসহ চিকিৎসা সামগ্রী লুটপাট করে নিয়ে যায়। এই ধরণের কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান।
আজ এক বিবৃতিতে মোস্তাফিজুর রহমান বলেন, “আওয়ামী আধিপত্য বজায় রাখতে এবং জনগণকে ভয় পাইয়ে দিতেই আজ নরসিংদী জেলার মনোহরদীতে কাশবন পার্টি সেন্টারে স্থানীয় স্বেচ্ছাসেবক আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচি’র ওপর রক্ত ঝরানো পৈশাচিক হামলা সংঘটিত করলো সরকারদলীয় সন্ত্রাসীরা। বর্তমান সরকারের আমলে এটি চলমান ঘৃন্য দৃষ্টান্তেরই ধারাবাহিকতা। গণতন্ত্রকে বিলীন করে আইনকে হাতের মুঠোয় নিয়ে সরকারী দলের সন্ত্রাসীরা সমগ্র দেশটাকে রক্তাক্ত জনপদে পরিণত করেছে। অপরাধ করেও সুষ্ঠু বিচার ব্যবস্থার অভাবে সরকারদলীয় সন্ত্রাসীদের শাস্তি না হওয়ায় কিংবা শাস্তি হলেও সরকারী আনুকুল্যে ছাড়া পাওয়ার কারণেই এধরণের তান্ডবের ব্যাপকতা আরও লাগামহীন হয়ে উঠেছে। আগামী দিনে আওয়ামী ফ্যাসিবাদের চেহারা আরো কতটা বিভৎস রুপ ধারণ করবে সেটিরই বহিঃপ্রকাশ ঘটানো হলো মনোহরদীতে যুবলীগ-ছাত্রলীগের নৃশংসতার মাধ্যমে। গণমাধ্যমের সাংবাদিকরাও সরকারী দলের সন্ত্রাসীদের হামলা থেকে রেহাই পাচ্ছেন না। তাদেরকেও রক্তাক্ত করা হচ্ছে। দেশ চলছে পুরোপুরি বাকশালী কায়দায়। আজকে মনোহরদীর কাশবন পার্টি সেন্টারে স্বেচ্ছাসেবক দলের অনুষ্ঠানে সন্ত্রাসীদের হামলা নিঃসন্দেহে পূর্ব-পরিকল্পিত। করোনা মহামারীর ভয়াবহ সংকটকালে সরকার গণভিত্তি হারিয়ে ফেলেছে, তাই তারা ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় টিকে থাকতে দলীয় সশস্ত্র ক্যাডারদেরকে লেলিয়ে দিয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের আজকের এই কাপুরুষোচিত হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি। সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করছি।”
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |