আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ৯:১৮
বিডি দিনকাল ডেস্ক :- জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি ফয়সাল ইনাম কমল এবং বেগমগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ভূঁইয়াকে গতকাল রাতে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “সম্প্রতি সরকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেফতারে উন্মত্ত হয়ে উঠেছে। নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে তল্লাশীর নামে হয়রানী করা হচ্ছে। আওয়ামী ফ্যাসিবাদী দু:শাসনের বিরুদ্ধে প্রতিবাদী নেতৃত্বকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে এবং নেতাকর্মীদের মনোবল ধ্বংস করতেই বর্তমান ফ্যাসিস্ট সরকার এ ধরণের অপকর্মে লিপ্ত হয়েছে। তবে জুলুমবাজ সরকারের দমন-নিপীড়ণে জাতীয়তাবাদী শক্তিসহ বিরোধী নেতাকর্মীরা গ্রেফতারের ভয়ে ভীত নয় বরং আরো বলীয়ান হয়ে বর্তমান ভোটারবিহীন শাসকগোষ্ঠীর দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠবে। সরকারের কোন গণভিত্তি নেই। সরকারের দুঃশাসন, দুর্নীতি, দমন-নিপীড়ণে দেশবাসী অতিষ্ঠ। রাজনীতি, নির্বাচন ও প্রশাসনকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করতে গিয়ে সরকার রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্রকেই গুম করে ফেলেছে। রাষ্ট্র পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থতার জন্য সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সরকারের বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হয়েছে। জনরোষ থেকে নিজেদের রক্ষা এবং আন্দোলন ও পতনের ভয়ে ভীত হয়ে তাদের ভয়ঙ্কর ক্রুদ্ধতার বিষাক্ত ছোবল গিয়ে পড়ছে বিরোধী নেতাকর্মীদের ওপর। এরই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি ফয়সাল ইনাম কমল এবং বেগমগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। বর্তমান ফ্যাসিস্ট সরকার জুলুম-নির্যাতন, গ্রেফতার, হত্যা, গুমসহ সন্ত্রাসের পথকেই ক্ষমতা আঁকড়ে রাখার অবলম্বন হিসেবে বেছে নিয়েছে। জোর করে ক্ষমতা ধরে রাখতে গিয়ে সরকার দেউলিয়া হয়ে গেছে। এমন দুর্বিষহ পরিস্থিতিতে সরকারের উন্মত্ত আচরণ প্রতিহত করতে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-নোয়াখালী জেলা শাখার সহ-সভাপতি ফয়সাল ইনাম কমল এবং বেগমগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম ভূঁইয়া’র বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |