আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৫৯
বিডি দিনকাল ডেস্ক:- মাগুরা জেলা বিএনপি’র শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের অতর্কিত হামলায় মাগুরা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি তুহিন বিশ^াসসহ অনেকেই গুরুতর আহত হয়েছেন। গ্রেফতার করা হয় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সুমন এবং শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটুসহ অনেক নেতাকর্মীকে। সন্ত্রাসীরা বর্বরোচিত হামলা চালিয়ে নেতাকর্মীদেরকে আহত ও গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল।
আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, “অগণতান্ত্রিক পন্থায় জোরজবরদস্তিমূলকভাবে ক্ষমতা দখল করে ভয়াবহ দুঃশাসন জারি রেখেছে বর্তমান আওয়ামী সরকার। জনগণকে উপেক্ষা করে আইন শৃঙ্খলা বাহিনীর ওপর ভর করে দেশ শাসনের কারণেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। যার ফলশ্রুতিতে বিরোধী দলীয় নেতা-কর্মীসহ সাধারণ নাগরিকদের জীবন যাত্রা এখন চরম হুমকির মুখে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে নেতাকর্মীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা প্রমাণ করে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি এখন সন্ত্রাসের অভয়ারণ্য। গতকাল মাগুরা জেলা বিএনপি’র শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে মাগুরা জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি তুহিন বিশ^াসকে গুরুতর আহত এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুজ্জামান সুমন এবং শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটুকে গ্রেফতার সেটিরই নিকৃষ্ট উদাহরণ। সরকারী মদদেই আওয়ামী সন্ত্রাসীরা অতি উৎসাহে প্রতিদিনই বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নৃশংসতা চালাতে সাহস পাচ্ছে। দমন-পীড়ণ চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতন ও গুম, খুন, অপহরণের যে হিড়িক চলছে তাতে দেশের মানুষ এখন সর্বদা আতঙ্কগ্রস্ত। এই ধরণের জুলুমের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন বিকল্প পথ নেই।”
নেতৃদ্বয় অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং গুরুতর আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |