আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১১:০৯
বিডি দিনকাল ডেস্ক :- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাথে কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিম ও চাঁদপুর জেলা নেতৃবৃন্দের যৌথ সভায় চাঁদপুর জেলার ৫টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার আহবায়ক হযরত আলী ঢালী ও সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল এসব কমিটি অনুমোদন করেন।
চাঁদপুর জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :
১.শাহরাস্তি পৌর : আহবায়ক : মো: সফিকুল ইসলাম, সদস্য সচিব : মো: আবুল হায়দার। যুগ্ম আহবায়ক- ১. ফরহাদ হোসেন ২. মো: মোস্তফা ৩. মো: সবুজ হোসেন ৪. মো: জাহেদ হোসেন ৫. মো: কবির হোসেন ৬. মো: নুর হোসেন রাজু ৭. আমিন বিন তুষার ৮. মো: আব্দুল কাইয়ুম বাপ্পি ৯. সেকান্দার আলী রাসেল সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
২.মতলব দক্ষিন উপজেলা : আহবায়ক : মো: ছাবের সিদ্দিকী, সদস্য সচিব : মো: নাসির মিয়াজী। যুগ্ম আহবায়ক- ১. মো: কামরুল ইসলাম শান্ত ২. মো: শাহাজান মিয়াজী ৩. মো: শাখাওয়াত হোসেন ফয়েজ ৪. মো: রাসেল বকাউল ৫. মো: জসিম উদ্দিন ৬. মো: আনোয়ার হোসেন হান্নান ৭. মো: জহিরুল ইসলাম বাবু ৮. মো: কাজী জামান ৯. মো: হাসান শেখ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৩.মতলব দক্ষিণ পৌর : আহবায়ক : মো: নূরে আলম মিয়াজী, সদস্য সচিব : মো: শাহাদাত হোসেন অভী। যুগ্ম আহবায়ক- ১. মো: আরাফাত হাবিব ২. মো: ইব্রাহিম প্রধান ৩. মো: সুজন পাটোয়ারী ৪. মো: নাদিরুজ্জামান রনি ৫. মো: ফখরুল ইসলাম রানা ৬. মো: সোহাগ ৭. মো: মাহবুব প্রধান ৮. মো: ইমাম হাসান শিপন ৯. মো: সাইফুল পাটোয়ারী সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৪.মতলব উত্তর উপজেলা : আহবায়ক : শাহাজালাল প্রধান, সদস্য সচিব : আনিসুর রহমান মিয়াজী। যুগ্ম আহবায়ক- ১. হিমেল উদ্দিন শিমুল ২. কামরুজ্জামান পাটোয়ারী ৩. মফিদুল ইসলাম ৪. গোলাম রাব্বানী জিসান ৫. মো: ফারুকুল ইসলাম মিয়া ৬. আরিফ উল্লাহ মুন্সি ৭. আল-আমিন মিয়াজী ৮. আলী হোসেন সরকার ৯. এস এ শরিফ অনিক সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৫.ছেঙ্গারচর পৌর : আহবায়ক : আশেক মাহমুদ (সংগ্রাম), সদস্য সচিব : শাহরিয়ার কামাল। যুগ্ম আহবায়ক- ১. জসিম উদ্দিন ভুইয়া ২. শাহাদত হোসেন স্বপন মোল্লাহ ৩. রিয়াদ আহম্মেদ সোহাগ ৪. রাজন শিকদার ৫. হাবিবুর রহমান নিশাত ৬. জান্নাতুল ফেরদাইস ৭. জিয়াউল হাসান (কমল) ৮. মোহাম্মদ আলী ৯. বাবুল মৃধা সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হলো।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |