আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৩১
বিডি দিনকাল ডেস্ক:- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাথে ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক টিম, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক টিম, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক টিম ও স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা,চাঁদপুর জেলা এবং ময়মনসিংহ মহানগর শাখার নেতৃবৃন্দের যৌথ সভায় ফরিদপুর জেলা শাখার অধীন ৩ টি, চাঁদপুর জেলা শাখার অধীন ২টি, ময়মনসিংহ মহানগর শাখার অধীন ১টি থানা ও পৌর আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এবং সিনিয়র যুগ্ম-আহবায়ক এ্যাড: হাবিবুর রহমান হাফিজ,চাঁদপুর জেলা শাখার আহবায়ক হযরত আলী ঢালী এবং সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল ও স্বেচ্ছাসেবক দল ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মো: আতাহার হোসেন তালুকদার রিপন এবং সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম ফয়সাল এসব কমিটি অনুমোদন করেন।
ফরিদপুরের অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :১.নগরকান্দা উপজেলা : আহবায়ক : মো: মাহ্মুদুল হাসান মিরান, সদস্য সচিব : মো: খালিদ হোসেন । যুগ্ম আহবায়ক-১. মো: জামাল হোসেন ২. মো: মাজেদ মাতুব্বর ৩.মো: সিরাজুল ইসলাম ৪. মো: সামিম মুন্সী ৫.হাফিজুর রহমান হাফিজ ৬. মো: কামরুল মুন্সী সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
২.নগরকান্দা পৌর : আহবায়ক : মো: মামুন অর রশিদ, সদস্য সচিব : কামাল সরদার। যুগ্ম আহবায়ক-১. মো: আশরাফুল ইসলাম ২. আশরাফুল ইসলাম খোকন ৩. এস এম জাহাঙ্গীর ৪. মো: রফিকুল ইসলাম ৫. মো: ফয়জুর রহমান ৬. জাহিদ হোসেন ৭. মো: রবিউল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৩.সালথা উপজেলা : আহবায়ক : মো: হারুন মাতুব্বর, সদস্য সচিব : মো: মামুন চৌধুরী। যুগ্ম আহবায়ক-১. মো: রিপন মিয়া ২. মো: মাহফুজুর রহমান লিটন ৩. মো: কামরুল ইসলাম ৪. মো: ইসরাইল মাতুব্বর ৫. মো: নান্নু মোল্যা ৬. কাজী আবুল বাশার সাদ্দাম ৭. মো: টুটুল মাতুব্বর ৮. ইয়াছিন শেখ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
চাঁদপুর জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :১.ফরিদগঞ্জ উপজেলা : আহবায়ক : মো: আক্তার হোসেন , সদস্য সচিব : মো: ফারুক হোসেন। যুগ্ম আহবায়ক-১. নাজমুল আলম জুয়েল ২. মো: রাজু পাটওয়ারী ৩.্ মো: নাজিম উদ্দিন সুমন ৪. মো: হাবীবুর রহমান ৫. মো: আব্দুল হাই ৬. মো: মালেক পাটওয়ারী ৭. মো: আহসান হাবীব ৮. মো: জাকির শেখ ৯. মো: হারুন খান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
২. ফরিদগঞ্জ পৌর : আহবায়ক : মো: আরিফ রহমান (আরিফ পাটওয়ারী), সদস্য সচিব : মো: সবুর পাটওয়ারী (রুবেল)। যুগ্ম আহবায়ক-১. এমরান হোসেন স্বপন ২. মো: জাহাঙ্গীর আলম ৩.্ শরিফ হোসেন ৪. মো: সুমন হোসেন ৫. মো: আবু তাহের মিজি ৬. সেলিম ভূঁইয়া ৭. মো: মহসিন ৮. জিয়া উদ্দিন জিয়া ৯. মো: মফিজুল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
ময়মনসিংহ মহানগরের অনুমোদিত ইউনিট কমিটি :২. মহানগর পূর্ব থানা : আহবায়ক : মো: সাইফুল ইসলাম জুয়েল, সদস্য সচিব : মো: মোমাজ্জাদ হোসেন মোমা। যুগ্ম আহবায়ক-১. আবু বক্কর ছিদ্দিক লিটন ২. মো: নাজমুল ইসলাম ৩.্ মো: জহিরুল ইসলাম শামীম ৪. মো: তৌফিক আহমেদ শাহিন ৫. মো: হিরা ৬. মো: আল-আমিন ৭. মো: আসাদুল হক আসাদ ৮. মো: আমিন ৯. মো: কামাল উদ্দিন কামাল সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হলো।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |