আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:০৮
বিডি দিনকাল ডেস্ক:- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাথে ফরিদপুর মহানগর কমিটির নেতৃবৃন্দের যৌথ সভায় স্বেচ্ছাসেবক দল ফরিদপুর মহানগরের ১৮ টি ওয়ার্ড কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। ফরিদপুর মহানগরের আহবায়ক হাসানুর রহমান মৃধা ও সদস্য সচিব আবু সাঈদ ইয়াদ তন্ময় এসব ওয়ার্ড কমিটি অনুমোদন করেন।
ফরিদপুর মহানগরের অনুমোদিত ওয়ার্ড কমিটি সমুহ :
১.১নং ওয়ার্ড শাখা : আহবায়ক : মো: ফারুক মোল্যা, সদস্য সচিব : মো: সুমন সেক সহ ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
২. ২নং ওয়ার্ড শাখা : সভাপতি : মো: নুর ইসলাম শেখ , সাধারণ সম্পাদক : ফজল খান সহ ৩৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি।
৩.৩নং ওয়ার্ড শাখা : সভাপতি : মো: নজরুল ইসলাম , সাধারণ সম্পাদক : মিরাজ ভূঁইয়া সহ ২৭ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি।
৪. ৫নং ওয়ার্ড শাখা : আহবায়ক : মো: ফিরোজ মোল্যা, সদস্য সচিব : মো: আলমগীর শেখ সহ ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
৫. ৬নং ওয়ার্ড শাখা : আহবায়ক : মো: মুহিত হোসেন , সদস্য সচিব : মো: আজিজুল শেখ সহ ২২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
৬. ১০নং ওয়ার্ড শাখা : আহবায়ক : মো: ইদ্রিস শেখ , সদস্য সচিব : মো: বারেক শেখ সহ ১৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
৭. ১১নং ওয়ার্ড শাখা : আহবায়ক : মো: রেজাউল তালুকদার , সদস্য সচিব : মো: শরীফ খান সহ ৬১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
৮. ১২নং ওয়ার্ড শাখা : আহবায়ক : মো: আলমগীর হোসেন , সদস্য সচিব : মো: নিজামুল মল্লিক সহ ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
৯. ১৫নং ওয়ার্ড শাখা : সভাপতি : মো: মোশারফ হোসেন খান , সাধারণ সম্পাদক : সুভাষ বৈরাগী সহ ১৫ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি।
১০. ১৬নং ওয়ার্ড শাখা : আহবায়ক : সৈয়দ সাব্বির , সদস্য সচিব : বরুন দাস সহ ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
১১. ১৮নং ওয়ার্ড শাখা : আহবায়ক : শাহিদুল ইসলাম মহব্বত , সদস্য সচিব : মো: বিল্লাল খান সহ ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
১২. ১৯নং ওয়ার্ড শাখা : আহবায়ক : রাকিবুল ইসলাম রনি , সদস্য সচিব : মো: সোহেল হোসেন সহ ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
১৩. ২০নং ওয়ার্ড শাখা : আহবায়ক : মো: ইশতিয়াক শেখ , সদস্য সচিব : ফজলুর রহমান মিঠু সহ ১২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
১৪. ২১নং ওয়ার্ড শাখা : সভাপতি : মো: আরিফ হোসেন , সাধারণ সম্পাদক : মো: লাবলু মোল্যা সহ ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি।
১৫. ২২নং ওয়ার্ড শাখা : আহবায়ক : মো: গোলাম মোর্শেদ মৃধা , সদস্য সচিব : মো: ইমরান হোসেন ইদু মিয়া সহ ২৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
১৬. ২৪নং ওয়ার্ড শাখা : আহবায়ক : মো: শাহিদুল ইসলাম শাহীন , সদস্য সচিব : মো: মোস্তাক হাসান আশিক সহ ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
১৭. ২৫নং ওয়ার্ড শাখা : আহবায়ক : মো: সোরহাব হোসেন টিটু , সদস্য সচিব : মো: সজিব শেখ সহ ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
১৮. ২৬নং ওয়ার্ড শাখা : সভাপতি : মো: জহুরুল ইসলাম আরিফ , সাধারণ সম্পাদক : মো: শাকিল সহ ৪২ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি।JSSD PRESS RELEASE 06-07- 2022
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |