আজ রবিবার | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১২ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৮:৫৩
বিডি দিনকাল ডেস্ক :- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাথে ঢাকা বিভাগীয় সাংগঠনিক টিম এবং মানিকগঞ্জ জেলার নেতৃবৃন্দের সাথে যৌথ সভায় মানিকগঞ্জ জেলার ১০ টি ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবক দল মানিকগঞ্জ জেলার আহবায়ক মো: শরীফ ফেরদৌস ও সদস্য সচিব এ্যাড. মো: আওলাদ হোসেন ৮টি ইউনিট কমিটি অনুমোদন করেন। এবং কেন্দ্রীয় দপ্তর থেকে ২টি ইউনিট কমিটি অনুমোদন করা হয়।
মানিকগঞ্জ জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :
১.মানিকগঞ্জ সদর উপজেলা : আহবায়ক : এ্যাডভোকেট রাকিব খান, সদস্য সচিব : মো: মিলন হোসেন। যুগ্ম আহবায়ক-১. জিয়াউর রহমান জিয়া ২. রায়হান আহমেদ রনি ৩. মো: মামুন হোসেন খান শামিম ৪. মো: সেলিম হোসেন ৫. রমজান আলী ৬. নজরুল ইসলাম ৭. সুমন হাসান ৮. তানিফ খান ৯. রিপন আহম্মেদ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
২.মানিকগঞ্জ পৌর : আহবায়ক : মো: মুরাদ হোসেন , সদস্য সচিব : আবুল বাসার লিমন । যুগ্ম আহবায়ক-১. মো: ফেরদৌস হোসেন ২. মজিবুর রহমান লেবু ৩. মো: মুর্শেদুর রহমান ৪. মো: ইউসুফ আলী ৫. নাইমুর রহমান ৬. শেখ মো: রাহিদ ইসলাম ৭. জুলফিকার আলম (রাজন) ৮. আবুল কালাম আজাদ ৯. মো: আনোয়ার হোসেন আনা সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৩.ঘিওর উপজেলা : আহবায়ক : মো: শওকত আলী , সদস্য সচিব : সবুজ ব্যাপারী। যুগ্ম আহবায়ক-১. এইচ.এম.উজ্জল ২. মো: শাহ আলম ৩. মো: জুয়েল হোসেন ৪. মো: মাহমুদুল হাসান বাহার ৫. মো: সুজন হোসেন ৬. খন্দকার টুটুল ৭. আশরাফুল ইসলাম জারিফ ৮. মিজানুর রহমান ৯. মিঠুন হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৪.সাটুরিয়া উপজেলা : আহবায়ক : মো: মহসিন উজ্জামান, সদস্য সচিব : মো: হায়দার আলী। যুগ্ম আহবায়ক-১. মো: আরিফুর রহমান ২. মো: মতিউর রহমান ৩. মো: শফিকুল ইসলাম মোল্লা ৪. মো: সবুজ হোসেন ৫. মো: শহিদুল ইসলাম ৬.মো: আবু তাহের ৭. মো: ইকবাল হোসেন ৮. মো: ফিরোজ হোসেন ৯. মো: শাহাদাত হোসেন রিপন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৫.পাটুরিয়া ঘাট শাখা : আহবায়ক : মো: কবির হোসেন, সদস্য সচিব : মো: আশরাফুল ইসলাম রবিন। যুগ্ম আহবায়ক-১. মো: বাবর আলি ২. মো: আল-আমিন ৩. মো: রিপন শেখ ৪. মো: ফারুক হোসেন ৫. মো: রাজিব হোসেন ৬.মো: মজনু খান ৭. মো: শরিফুল ইসলাম ৮. মো: রুবেল খান ৯. মো: জসিম উদ্দিন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৬.দৌলতপুর উপজেলা : আহবায়ক : আল-আমিন, সদস্য সচিব : মো: রাজিব হোসেন। যুগ্ম আহবায়ক-১. মো: তোফাজ্জল হোসেন ২. শাকিল হোসেন ৩. সাজ্জাদুল ইসলাম সজিব ৪. রুবেল মোল্লা ৫. আব্দুল মজিদ ৬. রজ্জব আলী ৭. রবিউল ইসলাম রচি ৮. আতিকুর রহমান আতিক ৯. মনসুর আলম মুন্না সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৭.হরিরামপুর উপজেলা : আহবায়ক : নিরব আহম্মেদ চুন্নু, সদস্য সচিব : মো: ইমরান হোসেন। যুগ্ম আহবায়ক-১. আলীম আহম্মেদ সানি ২. মো: নাজমুল হাসান ৩. মো: জাফর আহম্মেদ ৪. মো: হারুনার রশিদ ৫. মো: হেলাল উদ্দিন মোল্লা ৬. নুরুল ইসলাম সায়েম ৭. মো: হায়দার আলী ৮. মো: লাল মিয়া ৯. মো: আমির হোসেন মিলু সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৮.সিংগাইর উপজেলা : আহবায়ক : আবুল কাশেম খান, সদস্য সচিব : মো: মাহমুদুল হাসান (গোলাপ)। যুগ্ম আহবায়ক-১. সাইদুর রহমান সাগর ২. মো: আমজাদ হোসেন ৩. মো: মহসিন হোসেন ৪. মো: আলমগীর হোসেন ৫. মো: আক্তার হোসেন বুলেট ৬. মো: সোহেল রানা ৭. মো: সাব্বির আহম্মেদ রজ্জব ৮. মো: মানিক হোসেন ৯. মো: আল-আমিন হোসেন নিরব সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
৯.সিংগাইর পৌর : আহবায়ক : মো: শফিকুল ইসলাম শফিক, সদস্য সচিব : মাহবুর রহমান রিপন। যুগ্ম আহবায়ক-১. দেলোয়ার হোসেন রুপক ২. খলিল ভূইঁয়া ৩. মিজানুর রহমান ৪. আব্দুস সালাম ৫. আলাউদ্দিন ৬. শরিফুল ইসলাম ৭. মো: শাহীন ৮. নুরুল আমিন ৯. রাকিব হাসান সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
১০.শিবালয় উপজেলা : আহবায়ক : মো: শহিদুল ইসলাম, সদস্য সচিব : মো: সাইদুর রহমান। যুগ্ম আহবায়ক-১. মো: সেলিম রেজা রহিম ২. ফরিদুর ইসলাম নিলয় ৩. মো: জামাল খান ৪. ফিরোজ হোসেন ৫. আসাদুর রহমান বাদশা ৬. মো: শাহ আলম বিশ^াস মিঠু ৭. মো: সেলিম খান রকি ৮. সোহেল রানা ৯. আব্দুর রাজ্জাক মৃধা সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হলো।
Dhaka, Bangladesh রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:07 PM |
Asr | 3:10 PM |
Magrib | 5:31 PM |
Isha | 6:50 PM |