আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:২৩
বিডি দিনকাল ডেস্ক:- বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্বেচ্ছাসেবক দল সৌদি আরব পশ্চিম অঞ্চল (জেদ্দা) ও পূর্বাঞ্চল (রিয়াদ) শাখার আহবায়ক কমিটি অনুমোদন এর সিদ্ধান্ত গৃহীত হয়। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল আজ এসব কমিটি অনুমোদন করেন।
সৌদি আরব পশ্চিম অঞ্চল (জেদ্দা) আহবায়ক কমিটি :
আহবায়ক : এরশাদ আহমেদ, সদস্য সচিব : হানিস সরকার উজ্জল । যুগ্ম আহবায়ক- ১. আলমগীর হোসেন ২. ইকবাল প্রধান ৩. আলাউদ্দিন ৪. আব্দুল করিম ৫. কাজী টিটু ৬. মনোয়ার হোসেন খান ৭. তরিকুল ইসলাম সেন্টু ৮. কামাল উদ্দিন ৯. সেলিম মোল্লা ১০. জাব্বির আহমেদ ১১. রাসেল ভূইয়া ১২. আলমগীর হোসেন আসাদ সহ ৪৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
সৌদি আরব পূর্বাঞ্চল (জেদ্দা) আহবায়ক কমিটি :
আহবায়ক : বাকের হোসেন, সদস্য সচিব : মো: তানভীর চৌধুরী । যুগ্ম আহবায়ক- ১. মামুন শিকদার ২. আমীর হোসেন ৩. ফারুক আহমেদ ৪. তারিকুল ইসলাম আব্বাসী ৫. প্রকৌশলী কাজী ইকবাল হোসেন ৬. নূর আলম শাহ ৭. মো: কামাল উদ্দিন ৮. নবীর হোসেন নবী (দাম্মাম) ৯. শহিদুল ইসলাম (জুবাইল) ১০. রফিকুল ইসরাম (হাইল) সহ ৩৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি।
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |