আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৩৫
মনির হোসেন জীবন-পূর্বশত্রুতার জের হিসেবে ফরিদপুরের নগরকান্দা থানার মধ্যকাইচাইল এলাকায় প্রকাশ্যে দিবালোকে দু’ জনকে গুলি করে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত প্রধান আসামি আওয়াল মেম্বারকে রাজধানীর যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব বলছে, গ্রেফতারকৃতের নাম আওয়াল
হোসেন ওরফে আওয়াল মেম্বার (৬০)।
সে ফরিদপুর জেলার নগরকান্দা থানার
মৃত গফফার মোল্লার পুত্র। এছাড়া রওশন আলী ও মিরাজুল ইসলাম তুহিন হত্যা মামলার প্রধান আসামী সে। তিনি ঘটনার পর থেকে দীর্ঘ ৪ বছর পলাতক ছিল ।
আজ শুক্রবার র্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি চৌকস দল গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে ফরিদপুরের নগরকান্দা থানায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আওয়াল হোসেন ওরফে আওয়াল মেম্বার (৬০)কে আটক করতে সক্ষম হয়।
র্যাব জানিয়েছে, মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১০ আগস্ট ফরিদপুর জেলার নগরকান্দা থানার মধ্যকাইচাইল মাদরাসা মসজিদে ভিকটিম রওশন আলী ও মিরাজুল ইসলাম তুহিন সহ অন্যরা আসরের নামাজ শেষে বের হয়ে মাদরাসা মাঠে আসেন। সেখানে পূর্বপরিকল্পিত ভাবে পূর্ব শত্রুতার জেরে আসামি আওয়াল হোসেন ওরফে আওয়াল মেম্বারসহ তার সহযোগীরা ভিকটিমদের ওপর অতর্কিত হামলা করে। আসামি আউয়াল মোল্লার হুকুমে তার সহযোগী অন্যান্য আসামিরা তাদের সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র ও শর্টগান দিয়ে উপর্যুপুরি গুলি করে। এতে ঘটনাস্থলেই রওশন আলী ও মিরাজুল ইসলাম তুহিন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং আরো কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়। এ ঘটনায় নগরকান্দা থানায় আওয়াল হোসেন ওরফে আওয়াল মেম্বারসহ সহযোগী অন্যান্য আসামিদের বিরুদ্ধে ফরিদপুরের নগরকান্দা থানায় পেনাল কোড আইনে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব সূত্র আরো জানান, পরবর্তীতে মামলাটির তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে প্রাথমিকভাবে সাক্ষ্য প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিজ্ঞ আদালত ওই মামলায় দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আসামীদের বিরুদ্ধে অপরাধের সত্যতা প্রমাণিত হওয়ায় আটক আসামি আওয়াল মেম্বারসহ অন্যান্য আসামিদেরকে ওই মামলায় বিভিন্ন মেয়াদে সাজা প্রদান প্রদানপূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে আসামিরা দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |