আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৯:৩৭
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ-ঝিনাইদহের হরিণাকুÐু উপজেলার ফসলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী নিমাই চাঁদ মন্ডল ৪২ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। এ ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রে ১টি করে ভোট পেয়েছেন তিনি। ৬ই জানুয়ারি বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুর উল্লাহ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট বজলুর রহমান ৪ হাজার ৬২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী ফজলুর রহমান পেয়েছেন ৪ হাজার ১৭৯ ভোট। ওই ইউনিয়নে মোট ভোটর সংখ্যা ১০ হাজার ৪২৬ জন। এর মধ্যে ভোট পড়েছে ৮ হাজার ৮৪৪টি। যার মধ্যে নৌকা প্রতীকে ভোট পড়েছে ৪২টি। পরাজিত প্রার্থী নিমাই চাঁদ মÐল বলেন, নৌকা প্রতীক পাওয়ার পর আমি আশা করেছিলাম ভোটে জিতব; কিন্তু এমন কেন হলো তা বলতে পারছি না। মূলত এখানে আওয়ামী লীগের দুইটা পক্ষ হয়ে যাওয়ার কারণে এমনটি হতে পারে। এদিকে হরিণাকুÐু উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকে জয়লাভ করেছেন দুইজন। স্বতন্ত্র ৬ জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে জোড়াদহ ইউনিয়নে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন দুজন। উপজেলার ৮টি ইউনিয়নে ভোট কেন্দ্র ছিল ৮২টি। চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করেন ৩৭ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৫ জন ও সাধারণ সদস্য পদে ২৬৩ জন প্রতিদ্ব›িদ্বতা করেন। মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ৪১০। এর মধ্যে পুরুষ ভোটার ৭০ হাজার ২১১ জন ও মহিলা ভোটার ছিলেন ৬৯ হাজার ১৯৯ জন।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |