আজ বৃহস্পতিবার | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৯ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ৯:৫০
এস, এম, মনির হোসেন জীবন- রাজধানীর হাতিরঝিলের রামপুরা কাঁচাবাজার এলাকায় ট্রাকের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহতের নাম মো, রইচ উদ্দিন (৪৪)।
নিহত রইচ উদ্দিন নরসিংদী জেলার কাঁচারাকান্দি এলাকার বাসিন্দা এবং স্কয়ার কোম্পানিতে মেডিকেল এসআর (সেলস রিপ্রেজেন্টেটিভ) হিসেবে চাকরি করতেন বলে জানা গেছে।
এ ঘটনায় দুর্ঘটনা কবলিত ঘাতক ট্রাকের চালক মো, আলিম (৪২) ও হেলপার আল আমিনকে (২৬) আটক করেছে ডিএমপি’র হাতিরঝিল থানা পুলিশ।
আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো, বাচ্চু মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হাতিরঝিল থানার রামপুরা কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত পৌনে ১ টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন জানান, সোমবার রাতে হাতিরঝিল থানার রামপুরা কাঁচাবাজার এলাকায় একটি ট্রাক মোটরসাইকেল আরোহী রইচ উদ্দিনকে চাপা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পরে গুরুতর আহত হকে পথচারীও পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমরা তার পরিবারকে খবর দিয়েছি, তারা ঢাকা মেডিকেলে আসছেন। নিহতের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে।
অপরদিকে, হাতিরঝিল থানার ওসি (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, এ ঘটনায় পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক আলিম ও হেলপার আমিনকে আটক করেছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এবিষয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামীদেরকে জিঙ্ঘাসাবাদ শেষে আজ তাদেরকে আদালতে পাঠানো হবে।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |