আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | সন্ধ্যা ৬:৫৩
এস, এম, মনির হোসেন জীবন- বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সিনিয়র এক্সিকিউটিভ প্রডিউসার ও প্রযোজকের রক্তমাখা মরদেহ রাজধানীর হাতিরঝিল পুলিশ প্লাজা সংলগ্ন লেকপাড় থেকে উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম আবদুল বারী (৩৬)। নিহত আবদুল বারীর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলায়। তিনি রাজধানীর মহাখালীতে ব্যাচেলর ফ্ল্যাটে থাকতেন। আজ সকালে ডিএমপি’র গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান নিহতের মৃত্যু ও মরদেহ উদ্বারের বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, আজ বুধবার সকালে গুলশানের পুলিশ প্লাজার উল্টো দিকের সড়কের পাশ থেকে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে বুধবার সকালে গুলশান থানা পুলিশের উধর্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া সিআইডি’র ক্রাইম সিন ইউনিট হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ শেষে ময়না তদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, আবদুল বারীকে দুর্বৃত্ততা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, জখম ও জবাই করে হত্যা করা হয়েছে। ৭-৮ ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গুলশান জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল হাসান এসব তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ এবং আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবদুল বারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে তার মৃত্যু নিশ্চিত করেছে দুর্বৃত্ততা । পুলিশ বলছে, প্রথমে বারীকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, পরে তিনি প্রাণ বাঁচাতে পানিতে নেমে পড়েন। কারণ, তার জামা কাপড় ভেজা ছিলো। এক পর্যায়ে পানি থেকে লেকপাড়ে উঠে এলে তাকে মাটিতে শুইয়ে গলা কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। উপ-পুলিশ কমিশনার নাজমুল আরও জানান, ঘটনাস্থলে মরদেহের পাশ থেকে রক্তমাখা ছুরি, মানিব্যাগ এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গুলশান থানা পুলিশ জানায়, আজ সকালে ছিন্নমূল কয়েকজন শিশু নিকেতন সংলগ্ন হাতিরঝিল পুলিশ প্লাজা সংলগ্ন লেকপাড়ে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে গুলশান থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। জানা গেছে, আবদুল বারী ডিবিসি নিউজের অনুষ্ঠান বিভাগের প্রযোজক ছিলেন। মঙ্গলবার তার সাপ্তাহিক ছুটি থাকায় তিনি অফিসে যাননি। এদিকে, গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান জানান, বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সিনিয়র এক্সিকিউটিভ প্রডিউসার আবদুল বারীকে খুন করা হয়েছে, তা আমাদের কাছে স্পষ্ট। সুরতহালে সে রকম আলামতই আমরা পেয়েছি। সিআইডি’র ক্রাইম সিন ইউনিট হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ শেষে ময়না তদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি বলেন, ৭-৮ ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। আমরা ওই স্থান ও আশপাশের সিসি ক্যামেরা উদ্ধার করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে, এই হত্যার তদন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্হা গ্রহনের প্রস্ততি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। উল্লেখ, চলতি বছরের ১৯ জানুয়ারি হাতিরঝিল থেকে দৈনিক সময়ের আলো পত্রিকার সাংবাদিক হাবীব রহমানের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনাটি হত্যাকাণ্ড বলে সংবাদকর্মীদের পক্ষ থেকে দাবি করা হলেও এর তদন্ত এখনও শেষ হয়নি।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |