আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | দুপুর ২:২৯
নোয়াখালী: হাতিয়ায় ইসলাম ধর্ম ও হজরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করায় দুই ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। এ ব্যাপারে সোমবার দুপুরে হাতিয়া থানায় দুই ভাইকে আসামি করে মামলা করা হয়েছে।
গতকাল রোববার রাত আটটার দিকে ঘটনাটি ঘটে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের সেন্টার বাজারে। সেন্টার বাজার বণিক সমিতির সভাপতি মিল্লাদ উদ্দিন বাদী হয়ে হাতিয়া থানায় এই মামলাটি করেন।
আটককৃতরা হলেন উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পাটনি গ্রামের দীপংকর চন্দ্র দাসের ছেলে বিপ্লব চন্দ্র দাস (২৭) ও পুলক চন্দ্র দাস (২৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, সেন্টার বাজারে আটক দুই ভাই প্রকাশ্যে ইসলাম ও হজরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে। এ সময় উপস্থিত লোকজন তাদের কথা শুনে ক্ষিপ্ত হয়ে তাৎক্ষণিক তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আটক আসামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলার আলোকে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Dhaka, Bangladesh সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |