আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | রাত ১১:৩৩
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে উপজেলার কেয়াইন ইউনিয়নের চারটি এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সধারণ জনগণের জানমালের ক্ষতি ও করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কায় স্থানীয় প্রশাসন এ বিধিনিষেধ আরোপ করে।
১৪৪ ধারা জারি করে বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফয়েজুল ইসলাম জানান, কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠ, ইকবাল মার্কেট সংলগ্ন কবরস্থান মাঠ, নিমতলা বাসস্ট্যান্ড, নিমতলা আওলাদ মার্কেট ও আশপাশের ২০০ গজে এ আদেশ কার্যকর থাকবে।
তিনি আরো জানান, করোনা প্রাদুর্ভাব, সরকারি বিধিনিষেধ, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কাসহ সব কিছু বিবেচনা করেই হেফাজতের প্রতিবাদ সভায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |