আজ বুধবার | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |৮ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ৬:১০
ঢাকা: পদত্যাগের ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আউয়াল।
আজ মঙ্গলবার দুপুরে পদত্যাগের ঘোষণার বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন মাওলানা আব্দুল আউয়াল নিজেই।
এর আগে গত সোমবার রাতে ডিআইটির রেলওয়ে কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লিদের সামনে এমন ঘোষণা দেন তিনি।দলীয় নেতাকর্মীরা তার নির্দেশনা মানছেন না বলেও অভিযোগ তোলেন তিনি।
মাওলানা আবদুল আউয়ালের পদত্যাগের ঘোষণা নিয়ে তার ভিডিও ভাইরাল হয়।
মাওলানা আবদুল আউয়াল বলেন, ‘আমি সকল মুসল্লির সামনে জানিয়ে দিয়েছি, আমি কোনো নেতৃত্বে থাকবো না। আমার নেতৃত্ব না মেনে কর্মীরা কার্যক্রম চালায় সুতরাং নেতৃত্বে থাকার কোনো কারণ নেই। গতকাল কেন্দ্রীয় দোয়া কর্মসূচি ডিআইটি মসজিদে করার কথা থাকলেও দলের কিছু নেতা মিলে দেওভোগ মাদরাসায় সে আয়োজন করেছেন। আমার কথা কেউ শোনে না। আমি আর কোনো দলে থাকতে চাই না। হেফাজত, ওলামা পরিষদ সবকিছু থেকে পদত্যাগ করেছি।মৌখিকভাবে কেন্দ্রে তা জানিয়েছি। তারা লিখিত চাইলে তাও দেবো।’
হেফাজতের নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা ফেরদৌস আহমেদ আজ মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে জানান,‘জেলা আমীর যে প্রক্রিয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন এটা সঠিক পদ্ধতি নয়। তিনি পদত্যাগপত্র কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে জমা দিবেন- এটাই নিয়ম।’
তিনি অভিযোগ করেন, ‘মাওলানা আবদুল আউয়াল নেতৃত্ব দেয়ার যোগ্যতা হারিয়েছেন। তিনি পদে থেকে সঠিক নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন, যার কারণে নেতাকর্মীরা তাকে চাচ্ছেন না।’
তিনি বলেন, ‘কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক গত রোববার সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয়া হয়েছে অথচ মাওলানা আবদুল আউয়াল সকাল ১০টায় ঘোষণা দেন হরতাল শেষ। তার এমন ঘোষণা অযোগ্যতা প্রমাণ করে।
Dhaka, Bangladesh বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:22 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:05 PM |
Asr | 3:07 PM |
Magrib | 5:28 PM |
Isha | 6:48 PM |