আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ১২:৪৬
বৈরী আবহাওয়ায় হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রইসিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। রোববার দুপুর দেড়টার দিকে দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারটি দীর্ঘ অভিযান শেষে আজ খুঁজে পায় উদ্ধারকারী দল। তবে ততক্ষণে নিহত হয়েছেন বিধ্বস্ত হেলিকপ্টারে থাকা সব আরোহী। প্রেসিডেন্টসহ অন্য সহযাত্রীদের নিহতের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি।
প্রেসিডেন্ট ছাড়াও হেলিকপ্টারে থাকা নিহতদের নাম প্রকাশ করেছে আল জাজিরা। তারা হলেন- পররাষ্ট্রমন্ত্রী আমির-আব্দুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি, ইরানের সর্বোচ্চ নেতার পূর্ব আজারবাইজান প্রতিনিধি আলী আল-ই-হাশেম, প্রেসিডেন্সিয়াল গার্ড মাহদি মুসাভি, হেলিকপ্টারের পাইলট, কো-পাইলট এবং ক্রু।
এর আগে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রইসি। সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভও ছিলেন। সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা।
পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায়।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |