আজ সোমবার | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১২:০২
মো:নাসির( নিউ জার্সি আমেরিকা থেকে )—- দেশে হোক আর বিদেশে হোক, আপনি যখন ঘুরতে গেছেন, সেটা হতে পারে ব্যবসায়ের কাজে, অথবা অফিসের কাজে হয়তবা ঘুরতেই। বিভিন্ন জায়গায় হয়ত অনেক সময়ই লক্ষ করেছেন হোটেল এবং মোটেল শব্দটি। কখনও কখনও হয়ত চিন্তাও করেছেন, এ দুটোর মাঝে পার্থক্য কী হতে পারে, কারণ দুটোতেই সাধারণত এমন মানুষ থাকে যারা সেই এলাকায় ঘুরতে এসেছেন, যাদের নিজস্ব বাসস্থান নেই। তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে?
আসলে পার্থক্যটা মূলত হোটেল বা মোটেল এর আর্কিটেকচারাল স্ট্রাকচারে এবং ম্যানেজমেন্টের সাথে জড়িত।
উচ্চতা এবং ফ্লোর এর সংখ্যা: হোটেল সাধারণত বহুতল হয়ে থাকে, দশ বিশ, অনেক সময় এর চেয়েও বেশি তলা হয়ে থাকে। বিশ্বের সবচেয়ে উচু হোটেলদের একটা বুর্জ আল খলিফা এর উচ্চতা প্রায় সাড়ে আটশ মিটার, এবং এতে একশত তলা রয়েছে।
মোটেল বেশিরভাগ সময়ই দোতলা বা তিনতলা আকারের হয়ে থাকে। এর চেয়ে বেশি সাধারণত কমই হয়।
নিয়ন্ত্রিত প্রবেশ ও বহির্গমন: হোটেল এর যাতায়াত, এন্ট্রি এবং এক্সিট নিয়ন্ত্রিত হয়ে থাকে। একজন চাইলেই নিজের ইচ্ছা মত যাতায়াত করতে পারে না। এর একটি বা কয়েকটি নির্দিষ্ট প্রবেশপথ থাকে এবং নির্দিষ্ট বহির্গমন পথ থাকে। সেগুলো সিকিউরিটি গার্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়।
অন্যদিকে মোটেল এর একটি ম্যানেজমেন্ট অফিস থাকলেও এর প্রতিটা ঘর বাইরের পরিবেশের প্রতি উন্মুক্ত থাকে। বাইরের সাথে মোটেল ঘরের আলাদা আলাদা যোগাযোগ থাকে। যার কাছে চাবি আছে, সেইই মোটেল ঘরে ঢুকতে পারে।
নিরাপত্তা: হোটেল এর পরিবেশ যেহেতু আবদ্ধ, যাওয়া আসা নিয়ন্ত্রিত, তাই হোটেল এর নিরাপত্তা বেশি হয়। অন্যদিকে মোটেল খোলামেলা পরিবেশ হবার কারণে এর নিরাপত্তা একটু কমই থাকে।
আর্কিটেকচারাল পার্থক্য: হোটেলের ঘরগুলো সাধারণত এমনভাবে ডিজাইন করা হয় যাতে করে দরোজাগুলি হয় ভেতরের দিকে, এবং জানাগুলো থাকে বাইরের দিকে। সাধারণত হোটেলের ভেতরের দিকে অনেকগুলো করিডোর থাকে, যেটা দরোজাগুলোকে সংযুক্ত করে।
অন্যদিকে মোটেল এর ক্ষেত্রে ঘরগুলো এমনভাবে ডিজাইন করা হয়, যাতে করে দরোজাগুলো থাকে বাইরের দিকে, সাধারণত একটি লম্বা করিডোর দিয়ে বাইরের দিকের ঘরগুলো সংযুক্ত থাকে। এর ফলে ঘরে ওঠা অতিথির চলাফেরায় স্বাধীনতা থাকে অনেক বেশি। এছাড়াও হোটেলে সাধারণত নিজস্ব রেস্তরা, সুইমিংপুল থাকে, মোটেলে সাধারণত থাকে না। মোটেল সাধারণত হাইওয়ের ধারে হয়ে থাকে এবং বাইরে গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকে। অন্যদিকে হোটেল শহরের একটু ভেতরের দিকে হয়ে থাকে।
সাধারণত মোটেল হোটেল এর তুলনায় বেশ সস্তা হয়ে থাকে, পরিবেশ খোলামেলা হয়ে থাকে। বিশেষ করে যারা সস্তায় এক রাত পার করতে চান, মোটেল অনেক সময়ই তাদের জন্য আদর্শ হয়ে থাকে। বাংলাদেশে খুব বেশি মোটেল দেখা যায় না। আমাদের দেশে হোটেলটাই বেশি প্রচলিত।
Dhaka, Bangladesh রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:16 AM |
Sunrise | 6:37 AM |
Zuhr | 11:57 AM |
Asr | 2:57 PM |
Magrib | 5:17 PM |
Isha | 6:38 PM |