আজ মঙ্গলবার | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ১০:৩৬
মোঃ নাসির, নিউ জার্সি (আমেরিকা) প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের উইগো শহরে মধ্যরাতে রাস্তায় তুষারঝড়ের কবলে পড়ে বরফে চাপা পড়ে গাড়ির ভেতর ১০ ঘণ্টা আটকে ছিলেন এক ব্যক্তি। তার গাড়িটি বরফের স্তূপে ঢেকে যায়। এ যেন বরফের ‘কবর’।
অবশেষে ৯১১-এ ফোন দিয়ে ওই কবরের মতো বরফের স্তূপ থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হন তিনি। ৫৮ বছর বয়সী এই গাড়িচালকের নাম কেলভিন ক্রিসেন।
উদ্ধারকর্মীরা গাড়ির জানালায় বরফ সরিয়ে ভেতরে কেউ আছেন কি না জিজ্ঞেস করতেই উত্তর আসে, ‘আমি আছি; কিন্তু নিজের পা অনুভব করতে পারছি না।’
সম্প্রতি মধ্যরাতে বাইরে তুষারঝড়ের মাঝেই কেলভিনের গাড়িটি খাদে পড়ে আটকে যায়। তার গাড়িটি বরফের স্তূপে ঢেকে যায়। এরপর তিনি ৯১১-এ অনেকক্ষণ যোগাযোগ করার চেষ্টা করলেও সংযোগ পাচ্ছিলেন না। একসময় সংযোগ পান। এরপর পুলিশ এসে তাকে উদ্ধার করে। উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে কেলভিনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উদ্ধারকারী স্থানীয় পুলিশ সার্জেন্ট জেসন কাউলি বলেন, ‘কেলভিনের দেওয়া ঠিকানায় পৌঁছে চারদিকে গাড়িটি খুঁজছিলাম। এরপর অবাক হয়ে খেয়াল করি, আমি আসলে গাড়ির ওপরেই দাঁড়িয়ে ছিলাম। তিনি (কেলভিন) যদি আর এক ঘণ্টাও সেখানে থাকতেন, তার শরীরের তাপমাত্রা এতই কমে যেত, একপর্যায়ে শরীর আর তাপমাত্রা তৈরি করতে পারত না।’
পুলিশ সার্জেন্ট আরো বলেন, ‘আমরা গিয়ে দেখি, কেলভিনের শরীর অবশ হয়ে যাচ্ছে এবং গাড়িটিকেও আমরা পুরোপুরি অচল অবস্থায় উদ্ধার করি।’
Dhaka, Bangladesh মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:17 AM |
Sunrise | 6:38 AM |
Zuhr | 11:58 AM |
Asr | 2:58 PM |
Magrib | 5:18 PM |
Isha | 6:39 PM |