আজ বৃহস্পতিবার | ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১৬ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৪২
বিডি দিনকাল ডেস্ক:- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ ১০ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০২২ সালের ‘স্বাধীনতা পুরস্কার’ দেয়া হচ্ছে। ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্যাটাগরিতে ৬ জন, ‘চিকিৎসাবিদ্যা’ ক্যাটাগরিতে ২ জন, ‘সাহিত্যে’ ক্যাটাগরিতে ২ জন পাচ্ছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ এই সম্মাননা। এছাড়া প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এ পুরস্কার পাচ্ছে। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে পুরস্কার পাচ্ছেনÑ বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা (বীর বিক্রম), আব্দুল জলিল, সিরাজ উদদীন আহমেদ, মরহুম মোহাম্মদ ছহিউদ্দিন বিশ্বাস এবং মরহুম সিরাজুল হক। ‘চিকিৎসাবিদ্যা’ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেনÑ অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম। ‘সাহিত্যে’ মরহুম মো. আমির হামজা এবং ‘স্থাপত্যে’ মরহুম স্থপতি সৈয়দ মঈনুল ইসলাম স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।
এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে ৫ লাখ টাকা, আঠারো ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ও একটি সম্মাননাপত্র দেয়া হবে।।
অন্যদিকে মরহুম আমির হামজার নাম পুরস্কারের তালিকায় থাকায় সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছে ।একেই সাথে এই তালিকায় প্রয়াতদের নামের তালিকা বেশি থাকা নিয়েও প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে ।।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:08 PM |
Asr | 3:13 PM |
Magrib | 5:34 PM |
Isha | 6:53 PM |