আজ শনিবার | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১১ই রজব, ১৪৪৬ হিজরি | সকাল ১০:৪৬
ঢাকা:- ১১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার (ডিবি) লালবাগ বিভাগ। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম লিটন মিয়া (৪৫)। শনিবার বংশাল থানার নিমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছে থাকা আটটি চটের বস্তার ভেতর থেকে ওই গাঁজা উদ্ধার করে ডিবির অভিযানিক টিম।
ডিবির কোতয়ালী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইফুর রহমান আজাদ বলেন, লিটন বিভিন্ন মামলার পলাতক আসামিদের সহযোগিতায় কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে। পরে পিকআপে করে ঢাকা মহানগরীর বিভিন্ন মাদক ব্যাবসায়ীদের কাছে তা সরবরাহ করে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছি। তার বাড়ি কুমিল্লা জেলার কোতয়ালী থানা এলাকায়। লিটনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে বংশাল থানায় করা মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।রিমান্ডে এনে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
Dhaka, Bangladesh শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:30 PM |
Isha | 6:50 PM |