আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | দুপুর ২:৫২
বিডি দিনকাল ডেস্ক:- গতকাল৯ জুলাই রবিবার নয়াপল্টনে ভাসানী মিলনায়তে প্রস্তুতি সভা করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। প্রস্তুতি সভা ১২ই জুলাই নয়াপল্টনে সমাবেশ সফল করতে নেতাকর্মীদের স্বতঃস্ফুতভাবে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে।
যৌথসভায় দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছেন, ১২ই জুলাইয়ের সমাবেশে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে সবাইকে আসতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। সেখান থেকে নতুন পর্যায়ের আন্দোলনের ঘোষণা আসবে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, ১২ই জুলাইয়ের সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেবেন। আমরা শান্তিপূর্ণভাবে অংশ নেবো। আমাদের ওইদিন নয়াপল্টনে সমাবেশের জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে। বিএনপি মহাসচিব চূড়ান্ত আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।
উল্লেখ্য আগামী বুধবারের ঢাকায় বড় সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। সমাবেশের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছে দলটি। একইসঙ্গে ঢাকায় দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে ধাপে ধাপে বৈঠক করছেন শীর্ষ নেতারা। ১২ই জুলাই নয়াপল্টনের সমাবেশ সফল করতে দলটির ঢাকার পার্শ্ববর্তী জেলার নেতাদের মৌখিকভাবে নির্দেশনাও দিয়েছে বিএনপি।
ঢাকায় সমাবেশ করে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা দেবে বিএনপি। বুধবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করতে ঢাকা মহানগর পুলিশকে অবহিত করেছে দলটি। ওইদিন এক দফাসহ পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে দলের নেতারা জানিয়েছেন। সূত্র জানায় একই দিন বিএনপি’র সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও পরবর্তী কর্মসূচি ঘোষণা দেবে। আলাদাভাবে তারা কর্মসূচি ঘোষণা করবে বলে সিদ্ধান্ত হয়েছে। আজ-কালের মধ্যেই দলগুলো তাদের কর্মসূচির সময় ও স্থান নির্ধারণ করবে। সূত্রের দাবি এক দফার আন্দোলনের বিষয়ে এতদিন যে আলোচনা ছিল তা ঘোষণা হতে পারে এদিন। একইসঙ্গে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের ঘোষণা দিতে সরকারকে আল্টিমেটামও দেয়া হতে পারে। ঢাকা সমাবেশে বিএনপির পক্ষে ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি রয়েছে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে গত বছরের ২৪শে ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলনে নামে বিএনপি ও সমমনা দলগুলো। এই সময়ে গণমিছিল, গণঅবস্থান, মিছিল, সভা-সমাবেশ, পদযাত্রা, তারুণ্যের সমাবেশের মতো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছে সরকার বিরোধী দলগুলো।
Dhaka, Bangladesh শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:43 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:09 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |