আজ শুক্রবার | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ |২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি | রাত ৪:২৫
আবু বকর সিদ্দিক জয়পুরহাট :- জয়পুরহাটে পুলিশকে গুরুত্বর জখম করে পুলিশের অস্ত্র লুট ও বিস্ফোরক আইনের মামলায় জামিনে গিয়ে পলাতক বয়েছেন জামা-আতুল মুজাহেদীন জেএমবির ১৩ শীর্ষ জঙ্গি নেতা। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামে ২০০৩ সালের ১৪ আগষ্ট রাতে জঙ্গি পুলিশ সংঘর্ষ হয়। লুট হয় পুলিশের অস্ত্র। মামলায় জামিনে গিয়ে গ্রেপ্তার হয়নি জঙ্গি নেতারা। সরকারি কৌঁসুলি (পিপি) ১৩ জঙ্গি পলাতক থাকার বিষয়টি নিশ্চিত করেন।
জামিন নিয়ে পলাতক জঙ্গিরা হলেন, ঠাকুরগাঁও জেলার আনোয়ার হোসেন ওরফে খোকা, তারিকুল ইসলাম ওরফে ভাগ্নে শহীদ, রংপুরের জয়নাল আবেদীন, গাইবান্ধার মামুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জের ছরোয়ার জাহান, শহিদুল ইসলাম এবং তুফান ওরফে আবুল কাশেম, রাজশাহীর শহীদুল্লাহ ফারুক ও আদনান ছামি ওরফে জাহাঙ্গীর আলম, নওগাঁর সাইফুল ইসলাম ও আব্দুল কুদ্দুস, বগুড়ার আরিফুর রহমান ওরফে আসাদুল্লাহ এবং নারায়ণগঞ্জের সালাউদ্দিন ওরফে সালেহীন।
এ মামলার ৮ আসামি কারাগারে আছেন। জামিনে আছেন ৩৮ জন। মামলার ৬১ জন আসামির মধ্যে তদন্তকারি কর্মকর্তা অভিযোগপত্র থেকে এক জনকে অব্যাহতি দেন। এক আসামি মারা গেছেন। এ মামলায় এখন আসামি ৫৯ জন। জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৩ সালের ১৪ আগষ্ট রাতে ক্ষেতলাল উপজেলার উত্তর মহেশপুর গ্রামের জেএমবি (জঙ্গি) নেতারা মন্তেজার রহমানের বাড়িতে গোপন বৈঠকে বসে। খবর পেয়ে জয়পুরহাট সদর ও ক্ষেতলাল থানার পুলিশ উত্তর মহেশপুর গ্রামে জঙ্গি নেতা মন্তেজার রহমানের বাড়ি ঘেরাও করে। ওই রাতে পুলিশে সাথে জঙ্গিদের সংঘর্ষ হয়। জঙ্গিদের হামলায় পাঁচ পুলিশ আহত হন। পুলিশের তিনটি শর্ট গান, ম্যাগাজিন, ওয়াকিটকি, গুলি লুট হয়। এ ঘটনায় সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাদি হয়ে ক্ষেতলাল থানায় ৩৩ জন এবং ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ঘটনার রাতে পুলিশ ২১ জনকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার হয়। পুলিশের লুট হওয়া শর্টগান ও গুলি উদ্ধার হয়নি।
মামলার তদন্তকারি কর্মকর্তা দিনাজপুর জোনের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ পরিদর্শক জালাল উদ্দীন তদন্ত করে ২০০৮ সালের ৩০ জানুয়ারী আদালতে অভিযোগপত্র জমা দেন।
অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলার অপর তদন্তকারি কর্মকর্তা দিনাজপুর জোনের সিআইডির তৎকালীন সহকারি পুলিশ সুপার আহসান উল কবীর ২০১০ সালের ২৫মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪ | |
Salat | Time |
Fajr | 5:18 AM |
Sunrise | 6:39 AM |
Zuhr | 11:59 AM |
Asr | 2:59 PM |
Magrib | 5:20 PM |
Isha | 6:40 PM |