আজ শুক্রবার | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ |১০ই রজব, ১৪৪৬ হিজরি | ভোর ৫:৫৮
ঢাকা : ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা এবং ২৬শে মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজ শনিবার বিকেলে গাজীপুরের কড্ডায় কালাকৈরে এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী আরও বলেন, খসড়া তালিকা প্রকাশের পর যদি কারো কোন আপত্তি থাকে বা কেউ বাদ পড়ে থাকেন তাহলে তাদেরকে সময় দেওয়া হবে এ সময়ের মধ্যে তাদের যথাযথ প্রমাণ দাখিল সাপেক্ষে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি খোরশেদ আলম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মুহাম্মদ ফারুক খান, এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম।
এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হোসেন, জেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন, সামিট পাওয়ার গাজীপুর-২ এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হোসেন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
Dhaka, Bangladesh বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫ | |
Salat | Time |
Fajr | 5:23 AM |
Sunrise | 6:42 AM |
Zuhr | 12:06 PM |
Asr | 3:08 PM |
Magrib | 5:29 PM |
Isha | 6:49 PM |